কিছুদিন আগেই একমাত্র ছেলের তিন বছরের জন্মদিন পালন করেন সোনম কাপুর। এবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী। পিঙ্কভিলা বলছে, ইতোমধ্যেই গর্ভাবস্থার বেশ কয়েকদিন অতিক্রম করেছেন অভিনেত্রী।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, সোনম তার গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে আছেন, এবং দ্বিতীয়বার সন্তানের আগমনে খুব স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন উভয় পরিবার। দম্পতির ঘনিষ্ঠ সূত্র আরো নিশ্চিত করেছে যে, শীঘ্রই সুখবর ঘোষণা করা হতে পারে।
এর আগে গেল মাসে সোনমের গর্ভাবস্থার গুঞ্জন উঠেছিল। সেসময় বিমানবন্দরে সোনমকে ব্যাগি প্যান্ট এবং ঢিলেঢালা ধূসর বোতাম-ডাউন শার্ট পরা দেখে নেটিজেনরা নিশ্চিত ছিলেন যে, সোনম অন্তঃসত্ত্বা। ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর।
এরপর ২০২২ সালে প্রথম সন্তানের জন্মের পরেই মোটামুটি সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে দেন অভিনেত্রী। সন্তানের দেখাশোনা করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এর মধ্যেই দ্বিতীয় সন্তান জন্মের খবর জানাজানি হতেই অনেকে বলছেন, এবার কী তাহলে পাকাপাকিভাবেই নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নেবেন অভিনেত্রী? উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে পদার্পণ করেছিলেন সোনম কাপুর। তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ছবি ‘ব্লাইন্ড’-এ।