নতুনভাবে চলচ্চিত্রে ফিরতে চান সাদিকা পারভীন পপি। গত শুক্রবার বিকালে তিনি বলেন, অভিনয়ে ফিরব না এটা পুরোপুরি নিশ্চিত। তবে, পুরনো কয়েকটি কাজ আছে, সেগুলো শেষ করবো। এরপর আমি নিজের মতো করে ফিরবো। আমি সিনেমা প্রযোজনা করবো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম, এটা নতুন কিছু নয়।
সিনেমা প্রযোজনা করবেন পপি
এ বিভাগের আরো খবর/p>