অবশেষে দেশে মুক্তি পেল মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। যদিও তার আগে অভিনেত্রীর শুটিং করা দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ আগে মুক্তি পেয়েছে। বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর থেকে বাংলাদেশের দর্শকরাও বড় পর্দায় দেখতে পারছেন ‘সাবা’। ছবিটি মুক্তির আগে বেশ কয়েকটি প্রচারণায় দেখা মিলেছে মেহজাবীনের। সেসব জায়গায় ছবিতে অভিনয়ের অভিজ্ঞতাও ভাগাভাগি করেছেন তিনি।
‘সাবা’র গল্পে দেখা যাবে- নিখোঁজ বাবা, হুইলচেয়ারে বন্দি মা আর সীমাবদ্ধতায় ঘেরা এক তরুণীর জীবনসংগ্রাম। সেই তরুণী সাবার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। ছবিটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। তারও এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, নারায়ণগঞ্জের সিনেস্কোপ ও মাগুরার মম ইন মুভি থিয়েটারে। এদিকে ছবিটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মেহাজীবন। সেখানেও ছবিটির প্রশংসা করেছেন সবাই। পাশাপাশি মেহজাবীন নিজেও হাজির ছিলেন স্টার সিনেপ্লেক্সে।
সেসব জায়গায় দর্শকদের কাছ থেকে দারুণ সব মন্তব্য পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। মেহজাবীন বলেন, এই অভিজ্ঞতা অন্যরকম। হলে ছবি মুক্তি পেলে দর্শকদের কাছ থেকে সরাসরি সাড়ার যে অনুভূতি, সেটা অন্য কিছুতে মেলে না। এবারের ছবিটি সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি সংখ্যক দর্শকদের মাঝে পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মেহজাবীন বলেন, এটি শুধু মা-মেয়ের গল্প নয়। ছোটবেলায় ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা তাদের জীবনকে পাল্টে দেয়। আমি বিশ্বাস করি, ‘সাবা’ দর্শকের মনে এক বিশেষ অনুভূতির জন্ম দেবে।