শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন নতুন কাজ নিয়ে অভিনেত্রী ও কোরিওগ্রাফার জ্যোতি সিনহার দুটি পরিবেশনা প্রচার হবে দুটি টিভি চ্যানেলে।
এর মধ্যে আগমনী নামের নাচটি মহালয়ার দিন বৈশাখী টেলিভিশনে প্রচার করা হয়েছে; পুজোর সময়েও আবার প্রচার করা হবে।আরেকটি পরিবেশনা মাতৃবন্দনা। প্রচার করা হবে এনটিভির পূজা অনুষ্ঠানমালায়।
জ্যোতির নির্দেশনায় নাচে অংশগ্রহণ করেছে তরুণ নৃত্যশিল্পী শ্রেয়া, বিজয়া,অর্থী, মনীষা, শর্মিলা ও জ্যোতি নিজে। নেপথ্য গানে স্বপ্নীলা চৌধুরী, সংগীতায়োজনে সুদীপ চক্রবর্তী, বাদ্যে থরেম রাতুল সিংহ, চিত্রগ্রহণে সজীব বৈদ্য ও সানি, স্থিরচিত্রে রিফাত ওসাগর,রূপসজ্জায় সুব্রত দাশ,ব্যবস্থাপনায় সুপ্রম।
দৈনিক বাংলাকে জ্যোতি বলেন,‘পূজা উপলক্ষে এই কাজগুলো করেছি।এই দুটি পরিবেশনায় মণিপুরি নাচের সাথে সমকালীন নৃত্যধারা ও থিয়েট্রিক্যাল উপাদানের সমন্বয় করা হয়েছে নিরীক্ষামূলকভাবে।’