নাটক ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। কান চলচ্চিত্র উৎসবেও তার ছবি প্রশংসা কুড়িয়েছে। ছাত্র আন্দোলনের সময় শুরু থেকে রাজপথে সরব ছিলেন বাঁধন। শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী। তবে মাঝেমধ্যে বিতর্কের মুখে পড়েন তিনি। গত মার্চ মাসের শেষ দিকে অভিনেত্রীকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’র এজেন্ট বলে দাবি করেছিলেন নেটিজেনদের একাংশ। সেসময় এক পোস্টে হতাশা প্রকাশ করে তিনি লিখেছিলেন, আবারো ‘র’ এজেন্ট হয়ে গেলাম- কী দারুণ এক যাত্রা! এবার নতুন করে সাইবার বুলিংয়ের কবলে পড়েছেন বাঁধন। এই বিষয়টি ফেসবুক পোস্টে জানিয়ে লেখেন, আমি জীবনের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছি (বিস্তারিত পরে বলবো)। আমাকে গালি দেয়ার শব্দভাণ্ডার আপগ্রেড হয়েছে। এখন নতুন শব্দ হলো ‘নাগিন’। এরপর তিনি যোগ করেন, মানুষ আমাকে নানা নাম দিয়ে ডেকেছেন। কিন্তু এই নামটা মনে হয় একদম নতুন। আর সত্যি বলতে ‘নাগিন’ নামটি খুব পছন্দ হয়েছে। সবাই রাস্তা খালি করেন, শহরে নাগিন আজমেরী হক। বাঁধনের এই ধরনের পোস্ট নিয়ে নেটিজেনদের অনেকে রসিকতা করছেন। কেউ কেউ মানসিক সমর্থন জানিয়ে অভিনেত্রীর পাশেও দাঁড়িয়েছেন।