দক্ষিণের অন্যতম দামি অভিনেতা ধানুশ। কিন্তু অনেকেরই অজানা শৈশবে ফুল বিক্রি করতেন তিনি। প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ইডলি কড়াই’। সম্প্রতি সিনেমার অডিও প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়ে ধানুশ বলেন, ছোটবেলায় প্রতিদিন ইডলি খেতে ইচ্ছা করতো। কিন্তু কেনার পয়সা ছিল না। ভোর ৪টায় উঠে ভাই-বোনরা মিলে ফুল জোগাড় করে বিক্রি করতাম।
শৈশবে ফুল বিক্রি করতেন ধানুশ
এ বিভাগের আরো খবর/p>