সাদিয়া জাহান প্রভা অনেক আগেই নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। যদিও ব্যক্তিগত নানা কারণে অভিনয় থেকে দীর্ঘ সময় দূরে ছিলেন তিনি। তবে, গত কয়েক বছর ধরেই তিনি অভিনয় করছেন। খুব বেছে বেছে কম নাটকেই কাজ করা হচ্ছে তার। কারণ চাকরি নিয়েও তাকে ব্যস্ত থাকতে হয়। পাশাপাশি ভ্রমণ করতেও খুব ভালোবাসেন এ অভিনেত্রী। তাই মাঝে-মধ্যেই দেশ-বিদেশে ঘুরতে দেখা যায় তাকে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব প্রভা। নিজের ভ্রমণের বিভিন্ন ছবি-ভিডিও তিনি শেয়ার করেন এ মাধ্যমে। সম্প্রতি একটি বিদেশ ভ্রমণের ছবি শেয়ার করেন এ তারকা। আর তাতে একটি নেতিবাচক মন্তব্য চোখ এড়ায়নি প্রভার। মন্তব্যটি হলো, দেশ-বিদেশ ঘোরাঘুরি করার এত টাকা কোথা থেকে পায়? কী ব্যবসা করেন উনি? এখন তো নাটকেও দেখা যায় না। এই মন্তব্যের বিপরীতে বেশ কড়া জবাবই দিয়েছেন অভিনেত্রী। প্রভা উত্তরে বলেন, চাকরি করি ভাই। ঠিক মতোন পড়াশোনা করেছি তো, ভালো চাকরিই পেয়েছি, আলহামদুলিল্লাহ্। আবার, বাবা-মায়ের অর্থনৈতিক অবস্থাও ভালো আমার। তাই বাড়িভাড়া, বাজার, বিল- এসব দিতে হয় না আমাকে। নাটক দুটি করলেও অনেক টাকা পাই, আলহামদুলিল্লাহ্। প্রভা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আর কোনো তথ্য লাগবে আমার আয়ের উৎসের? এদিকে, প্রভার এই মন্তব্যের প্রশংসা করেছেন অনেক নেটিজেন। অনেকে সেখানে মন্তব্য করেও প্রভার কড়া জবাবকে বাহ্বা দেন।