বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বয়সে ছোট না হলে চঞ্চলকে পায়ে হাত দিয়ে সালাম করতাম, বললেন প্রসেনজিৎ

  • বিনোদন ডেস্ক   
  • ১৫ আগস্ট, ২০২৫ ২৩:৪২

পশ্চিমবঙ্গের বরেণ্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্য দিকে দুই বাংলায় অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছেন চঞ্চল চৌধুরী। সিনেমায় কাজের সুবাদে এ দুই অভিনেতার মধ্যে সুসম্পর্কে গড়ে উঠেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন চঞ্চল। তার এক পর্যায়ে ভিডিও বার্তায় যুক্ত হন টলিউড অভিনেতা প্রসেনজিৎ। এ সময় চঞ্চলের অভিনয় প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। তার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন চঞ্চল।

প্রসেনজিত বলেন, চঞ্চল চৌধুরী আমার প্রাণের মানুষ, মনের মানুষ। তার অভিনয় নিয়ে আলোচনা করার মতো যোগ্যতা রাখি কি না জানি না। চঞ্চলের অভিনেতা হিসেবে বেড়ে ওঠা আমি খুব কাছ থেকে দেখেছি। আমার সঙ্গে চঞ্চলের প্রথম আলাপ ‘মনের মানুষ’ ছবিতে। তার আগেই সে আলোড়ন তৈরি করেছিল ‘মনপুরা’ ছবিতে। ছবিটি দেখেছিলাম কলকাতায় বসে। তখনই বলেছিলাম ছেলেটি অসামান্য অভিনয় করে।

প্রসেনজিৎ যোগ করেন, ‘মনের মানুষ’-এর পর আমরা প্রায়ই একবার না দুবার ফোনে কথা বলি। অভিনয় নিয়ে, আমাদের জীবন নিয়ে আলোচনা করি। একটা ভালোলাগা ও ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। অভিনেতার কথায়, আমি চঞ্চলকে ভালোবাসি, শ্রদ্ধাও করি। চঞ্চলের অধিকাংশ নাটক আমার দেখা। কিছুদিন আগে কলকাতায় ও একটি কাজ করেছে, আমি স্তম্ভিত হয়ে গেছি। আমি হান্ড্রেড পার্সেন্ট ও যদি আমার বয়সে ছোট না হতো পায়ে হাত দিয়ে সালাম করতাম! কারণ মৃণাল সেনের মতো চরিত্রে অভিনয় করাটা সোজা ছিল না।

‘পদাতিক’-এ অসামান্য অভিনয় করেছে সে। তিনি বলেন, আমি গর্বিত চঞ্চল চৌধুরীরর মতো অভিনেতাকে আমি চিনি। আর মানুষ চঞ্চল অসম্ভব একজন মানুষ। আসলে ভালো অভিনেতা হতে গেলে না ভেতরে ভেতরে একজন ভালো মানুষ হওয়াটাও খুব প্রয়োজন।

এ বিভাগের আরো খবর