বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আলিয়ার ‘আলফা’তে কোন চরিত্রে চমক দেবেন ববি দেওল?

  • বিনোদন ডেস্ক   
  • ১৫ আগস্ট, ২০২৫ ১৯:৩৮

বলিউডের খ্যাতিমান প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন আলিয়া ভাট। খবরটি ২০২৪ সালেই জানা গিয়েছিল। এদিকে গত বৃহস্পতিবার মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার টু’ সিনেমায় মিলল প্রযোজনা সংস্থার পরবর্তী গোয়েন্দা গল্পের সিনেমার ঝলক। এতে বড় চমক হিসেবে দেখা গেল ‘লর্ড ববি’কে অর্ধাৎ ববি দেওলকে। ২০২৩ সালে আলোচিত ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে বলিউডের নতুন ইনিংস শুরু করেছেন এই অভিনেতা। পর্দায় ঠাণ্ডা মস্তিষ্কের হিংস্র খলনায়ক হিসেবে নজর কেড়েছিলেন তিনি। তার অভিনীত ‘জামাল কুদু’ নাচের শৈলীতে বুঁদ থেকেছে বিশ্বের নানা প্রান্তে থাকা বলিউডের অনেক দর্শক। এবার যশরাজের গোয়েন্দা শিবিরে নাম লেখালেন তিনি।

জুলাই মাসে ‘ওয়ার টু’ সিনেমার ট্রেলার শেয়ার করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন আলিয়া ভাট। সে সময়ে অনেকেই ভেবেছিলেন হৃতিকের মেগাবাজেট স্পাই ড্রামায় সম্ভবত তাকেও দেখা যাবে। তবে গত বৃহস্পতিবার সিনেমাটি মুক্তির দিনই সিনেমার শেষপ্রান্তে সব পরিস্কার করে দিল সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা। হৃতিক-এনটিআরের ফ্রেন্ডশিপ ইনিংস শেষ হতে না হতেই ক্যামেরায় ফুটে উঠে এক কিশোরীর হাতে গ্রিক অক্ষর ‘আলফা’ ট্যাটু করানোর দৃশ্য। যে ট্যাটু এঁকে দিতে দেখা গেল ববি দেওলকে। এই অক্ষরের গুরুত্ব কী? কিশোরীর মনে প্রশ্ন জাগতেই ববি খোদাই মেশিন থামিয়ে উত্তর দিলেন, আলফা লেখা কারণ দুনিয়ার সব জঙ্গলে যেন এই অক্ষরেরই রাজত্ব চলে। সম্ভবত যশরাজের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের পরবর্তী সিনেমার প্লট এমন প্রেক্ষাপটেই সাজানো হয়েছে।

কোন চরিত্রে চমক দেবেন ববি দেওল? জানা গেল, আলিয়া ভাটের ‘আলফা’ সিনেমাতে অভিনেতাকে খল চরিত্রে পাওয়া যাবে। অ্যানিম্যাল-এর পর এবার আবার ভিলেন বেশে কেমন চমক দেন তিনি? সবার নজর থাকবে সেদিকে।

এ বিভাগের আরো খবর