সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। অন্যদের মতো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শোক প্রকাশ করে লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়ির এলাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত দুঃখজনক, এমন ঘটনা মর্মাহত হয়েছি। সবার জন্য দোয়া চাই। সবার জন্য দোয়া রইল।’
সর্বশেষ জানা গেছে, বড় হতাহতের ঘটনা ঘটতে পারে উল্লেখ করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল ও কলেজের জন্য প্রার্থনা। ধারণা হচ্ছে, ব্যাপক হতাহত হতে পারে।’
এমন ঘটনায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। সেখানে কাউকে দেখা যায় অ্যাম্বুলেন্সে তুলতে। কারও শরীর পুড়ে গেছে। আতঙ্কিত ঘটনা নিয়ে শোক প্রকাশ করে গায়িকা আঁখি আলমগীর লিখেছেন, ‘মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আমি আতঙ্কিত। আহা, কী অসহায় আমরা। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হোন।’
শোনা যাচ্ছে, এ ঘটনায় আহতের সংখ্যা বাড়ছে। আহত ব্যক্তিদের জন্য রক্ত দরকার। অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘যারা উত্তরার আশপাশে আছেন, রক্ত দিতে পারবেন; তারা আশপাশের হাসপাতালে চলে যান।’ অভিনেত্রী সাদিয়া আয়মানও একই কথা লিখেছেন, ‘উত্তরা আধুনিক, মনসুর আলী মেডিকেলে প্রচুর রক্তদাতা লাগবে। প্লিজ, এগিয়ে আসেন।’
আতঙ্কিত হওয়ার মতো ঘটনার মধ্যে রয়েছে অনেক শিশু আহত হওয়া খবর। এসব শিশু ও হতাহতদের জন্য সাহায্য কামনা করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। তিনি লিখেছেন, ‘আল্লাহ দয়া করে সাহায্য করুন এবং নিষ্পাপ আত্মাদের রক্ষা করুন। শিশু, শিক্ষক এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’
বিমান দুর্ঘটনায় কেউ কেউ এআই দিয়ে ছবি বানিয়ে পোস্ট করছেন। এতে অনেক বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এ নিয়ে গায়ক ও গীতিকার লুৎফর হাসান লিখেছেন, ‘বিমান দুর্ঘটনা নিয়ে ট্রেন্ডি পোস্ট দিতে গিয়ে এআই দিয়ে ছবি বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা থেকে দূরে থাকুন। যেহেতু দুর্ঘটনা, তাতে হতাহতের ঘটনা ঘটতেই পারে। কারও হতাহতের খবর আপনার ট্রেন্ড না হোক। ইতোমধ্যে প্রচুর এআই ছবি দেখতে পাচ্ছি, যা খুবই দুঃখজনক।’
উত্তরায় মাইলস্টোন কলেজের একাধিক শিক্ষার্থীদের আহত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। পরিচালক মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটা খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক। আল্লাহ তুমি রহম করও, সবাইকে নিরাপদে রাখো। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাদের জন্য সহায় হোন।’
সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী রিচি সোলায়মান। তিনি লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোনের ট্র্যাজেডিতে শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।’
কদিন আগেই ভারতের আহমেদাবাদের মেডিকেল হোস্টেলে বিমান পড়েছিল। সেই ঘটনা মনে করিয়ে অভিনেতা আনন্দ খালেদ লিখেছেন, ‘জগতে একই ঘটনা বারবার ঘটে। আহমেদাবাদে বিমানটি পড়েছিল মেডিকেল হোস্টেলের ক্যানটিনের ছাদে। আর এটা পড়ল মাইলস্টোন স্কুল ও কলেজের ক্যানটিনের ছাদে।’ শামীম হাসান সরকার লিখেছেন, ‘বাচ্চাদের এই কষ্ট মেনে নেওয়ার মতো না। আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’