বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রকাশ্যে এলো নতুন ‘হ্যারি পটার’

  • বিনোদন ডেস্ক   
  • ১৫ জুলাই, ২০২৫ ২১:১০

অবশেষে ‘পটারহেড’দের জন্য এসে গেল আরেকটি সুখবর। প্রকাশ করা হয়েছে হ্যারি পটার চরিত্রে ডমিনিক ম্যাকলাফলিনের ফার্স্টলুক! সেই চিরাচরিত ঢঙে যিনি চরিত্রটির সিগনেচার গোল চশমা এবং স্কুল ইউনিফর্ম পরে হাসছেন।

ম্যাকলাফলিনের সঙ্গে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে আরাবেলা স্ট্যানটন এবং রন উইজলি চরিত্রে অ্যালাস্টার স্টাউট আছেন।

আগেই জানানো হয়েছিল, কাস্টিং কলে অডিশন দেওয়া ত্রিশ হাজারেরও বেশি অভিনেতার মধ্য থেকে এই তরুণ ত্রয়ীকে নির্বাচিত করা হয়েছে।

এদিকে, সোমবার (১৪ জুলাই) ঘোষিত নতুন কাস্টিংয়ে নেভিল লংবটম চরিত্রে ররি উইলমোট, ডাডলি ডার্সলি চরিত্রে আমোস কিটসন, ম্যাডাম রোলান্ডা হুচ চরিত্রে লুইস ব্রেলি এবং গ্যারিক অলিভান্ডার চরিত্রে অ্যান্টন লেসারের নাম ঘোষণা করা হয়েছে।

সিরিজটি ২০২৭ সালে এইচবিও এবং এইচবিও ম্যাক্সে আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা হয়েছে।

বড় পর্দায় ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস: পার্ট ২’-এর মাধ্যমে হ্যারির যাত্রা শেষ হওয়ার প্রায় ১৪ বছর পর আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও লিভসডেনে প্রযোজনা শুরু করেছে।

এ বিভাগের আরো খবর