বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পারিশ্রমিক বাড়াচ্ছেন নোরা ফাতেহি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ এপ্রিল, ২০২৫ ১৩:০৪

ভারতীয় সেলিব্রেটিদের মধ্যে এ সময়ের আলোচিত একটি নাম নোরা ফাতেহি। এরই মধ্যে বলিউডের নতুন আইটেমকন্যা হিসেবে পরিচিতি পেয়েছেন। যদিও এ তকমা তার এখন পছন্দ নয়। বরং আইটেম গানের বদলে নায়িকা হিসেবে অভিনয়ে মনোনিবেশের আভাস দিয়েছেন এ হার্টথ্রব তারকা। পাশাপাশি অভিনেত্রী ও গায়িকা হিসেবেও নিজেকে মেলে ধরছেন নোরা। একের পর এক সিনেমায় যেমন অভিনয় করছেন, তেমনি নিজের সলো গানও আনছেন প্রকাশ্যে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী বলিউডের প্রতি গানে অভিনয়ের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন নোরা। তবে তারকাখ্যাতির এই পথটা মরোক্কান বংশোদ্ভূত নোরার জন্য খুব সহজ ছিল না। এমনকি বলিউডে কাজ করার স্বপ্ন নিয়ে তিনি যখন প্রথম ভারতে আসেন তখন এই তারকার কাছে মাত্র ৫ হাজার টাকা ছিল।

মুম্বাইয়ে তার প্রথম দিনগুলোতে চরম কষ্ট এবং প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছে তাকে। বেঁচে থাকার জন্য একটি হুক্কা বারে কাজ করতেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রামের কথা স্মরণ করে বলিউড লাইফকে নোরা বলেন, ‘মানুষ আমার প্রতি সদয় ছিল না। অডিশনের সময় ধমক দেওয়া, উপহাস করা এমনকি ‘তোমার দেশে ফিরে যাও’- এভাবেও আমার সঙ্গে কথা বলা হয়েছে। আমার জন্য হিন্দি শেখা ছিল বিশাল এক চ্যালেঞ্জ। তারা আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করত। এমনও হয়েছে, হতাশায় আমি রিকশায় বসে চিৎকার করতাম।’

এসব প্রতিকূলতার মধ্যেও নোরা তার কাজের প্রতি মনোযোগী ছিলেন। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে তিনি সবকিছু ত্যাগ করেছিলেন। সে দিনগুলোর কথা স্মরণ করে ‘দিলবার’খ্যাত এ তারকা বলেন, ‘আমি অন্যসব মেয়ের মতো বাইরে মেলামেশা বা পার্টি করতাম না। আমার কোনো প্রেমিকও ছিল না। আমি প্রতিদিন ঘরে নিজেকে বন্দি করে রাখতাম, ভাষা শিখতাম, টিভি দেখতাম এবং অনুশীলন করতাম।’

২০১৪ সালে ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মধ্য দিয়ে স্বপ্নের বলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন নোরা। কিন্তু তার সাফল্য আসে চার্টবাস্টার ‘দিলবার’ গানের মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সময়ের সঙ্গে সঙ্গে নোরা দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবার থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

এ বিভাগের আরো খবর