বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গত ১৭ বছর কোনো কাজের সুযোগ পাইনি: বেবী নাজনীন

  • বিনোদন ডেস্ক   
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:০৮

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত বেবী নাজনীন দীর্ঘ সময় ধরে শোবিজ অঙ্গনে কাজ করতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘গত ১৭ বছর আমি কোনো কাজের সুযোগ পাইনি। শোবিজ অঙ্গন কী, সেটা দেখিনি, কাজ করতে পারিনি। এখন যখন ফিরেছি, দেখি ইন্ডাস্ট্রি আর আগের মতো নেই সবকিছু প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কোথায় কাজ করব? কী করব? এসব নিয়ে সংশয়ে ছিলাম, আজও আছি।’

গত রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৪তম আসর উপলক্ষে এক সংবাদ সম্মেলন। সেখানেই এসব কথা বলেন গুণী এই সংগীতশিল্পী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমি কোনো কাজ পাইনি। শিল্পী হিসেবে যা করবার, বলবার ছিল সেটার জায়গা ছিল না।’

এ সময় দেশের সামগ্রিক অবস্থা সাংস্কৃতিক অঙ্গন নিয়ে বেবী নাজনীন বলেন, দেশের সামগ্রিক অবস্থায় নানা সংশয় তৈরি হয়েছে মানুষের মনে, সংশয় তৈরি হয়েছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও। সার্বিক অবস্থায় দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রগুলো। মিউজিক ইন্ডাস্ট্রি নেই, সিনেমা ইন্ডাস্ট্রি নেই- সংস্কৃতির এই প্রধান দুই মাধ্যম যেভাবে বিলুপ্তের পথে, তাতে এই সেক্টরে যারা কাজ করতে আসবে তাদের পথ কতটা সুগম হবে তা ভাবতে হবে।

সরকারি পৃষ্ঠপোষকতার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, যেহেতু এসব ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ কমে যাচ্ছে, তাই এখন সরকারি পৃষ্ঠপোষকতা সময়ের দাবি বলে মনে করছি। কিছু মাধ্যমের অনুদান আমাদের অনান্য সাংস্কৃতিক মাধ্যমের জন্য যথেষ্ট নয়।

এদিন বেবী নাজনীন জানান তার নতুন গানের গান চলছে। দর্শক-শ্রোতারা প্রিয় এই শিল্পীর কণ্ঠে শিগগিরই নতুন নাম পাবেন।

অসামান্য শ্রোতাপ্রিয়তার পাশাপাশি বেবী নাজনীন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ২০০৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার।

উল্লেখ্য, গানের বাইরে রয়েছে বেবী নাজনীনের রাজনৈতিক পরিচয় রয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য তিনি।

এ বিভাগের আরো খবর