হোটেলের বারান্দা থেকে পড়ে মারা গেছেন ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য জনপ্রিয় গায়ক লিয়াম পেইন।
বুধবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে পালেরমো এলাকার কাসা সুর হোটেলের তৃতীয় তলার এক বারান্দা থেকে পড়ে ৩১ বছর বয়সি এই গায়কের মৃত্যু হয় বলে এপির প্রতিবেদনে জানানা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চিকিৎসকরা ঘটনাস্থলেই লিয়াম পেইনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বুয়েন্স আয়ার্সের নিরাপত্তা মন্ত্রণালয়ের যোগাযোগ পরিচালক পাবলো পোলিচিও’র বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, পেইন হোটেলে তার কক্ষ সংলগ্ন বারান্দা থেকে লাফিয়ে পড়েন। স্থানীয় সময় বিকেল ৫টার পর ‘মাদক বা অ্যালকোহলের প্রভাবে আক্রমণাত্মক অবস্থায় থাকা’ এক ব্যক্তির বিষয়ে খবর পেয়ে হোটেলটিতে যায় পুলিশ।
হোটেলের ম্যানেজার ৯১১ নম্বরে কল করে পুলিশকে খবরটি জানিয়েছিলেন।
স্টেজে একসঙ্গে লিয়াম পেইনসহ ওয়ান ডিরেকশন ব্যান্ডের তারকারা। ছবি: সংগৃহীত
টোডো নোটিসিয়াস টিভি চ্যানেলকে আর্জেন্টিনার রাষ্ট্রীয় জরুরি চিকিৎসা ব্যবস্থার প্রধান আলবার্তো ক্রিসেন্তি জানান, কর্তৃপক্ষ লিয়াম পেইনের মৃত্যুর বিষয়ে তদন্ত করছে। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
মদ্যপানের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে সোচ্চার ছিলেন পেইন। গত বছরের জুলাইয়ে নিজের ইউটিউব চ্যানেলে আত্মনিয়ন্ত্রণের বিষয় তুলে ধরে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি।
এদিকে পেইনের মৃত্যুর বিষয়টি ছড়িয়ে পড়লে কাসা সুর হোটেলের সামনে ওয়ান ডিরেকশন ভক্তদের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে এক পর্যায়ে পাহারা বসাতে হয়।
হোটেলের বাইরে একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করে সারি সারি মোমবাতি ও ফুলের তোড়া দিয়ে পেইনের প্রতি শ্রদ্ধা জানান ভক্তরা।
২০১০ সালে ব্রিটিশ গানের প্রতিযোগিতা সিরিজ ‘দ্য এক্স ফ্যাক্টর’-এ অডিশন দিতে যাওয়া পাঁচজন- লিয়াম পেইন, জেইন মালিক, হ্যারি স্টাইলস, নিয়াল হোরান ও লুই টমলিনসন মিলে গড়ে তুলেছিলেন ওয়ান ডিরেকশন।
পপ গানের বিশেষ ধরন এবং ‘হোয়াট মেকস ইউ বিউটিফুল’, ‘নাইট চেঞ্জেস’ ও ‘স্টোরি অফ মাই লাইফ’-এর মতো রোমান্টিক গানগুলোর জন্য জনপ্রিয়তা পায় ওয়ান ডিরেকশন।
পেইনের ‘স্টোল মাই হার্ট’ ও ‘চেঞ্জ ইওর টিকিট’সহ বেশকিছু গান জনপ্রিয়তা পায়। ২০১৬ সালে ভেঙে যাওয়ার আগে ওয়ান ডিরেকশনের ছয়টি গান বিলবোর্ড চার্টের শীর্ষ দশে ছিল।