সচিব জানান, শোক পালনের অংশ হিসেবে নিহত ব্যক্তিদের জন্য মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সাম্প্রতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
সচিবালয়ে সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সচিব জানান, শোক পালনের অংশ হিসেবে নিহত ব্যক্তিদের জন্য মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশব্যাপী সহিংসতা হয়। এসব সহিংসতায় বিভিন্ন সংবাদমাধ্যমে দুই শতাধিক নিহত হওয়ার খবর প্রকাশ হলেও রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেন, নিহতের সংখ্যা ১৪৭।