প্রবল গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউড তারকা শাহরুখ খান। এখন ভালো আছেন তিনি। হাসপাতাল ছেড়ে ফিরেছেন বাড়িতে।
বুধবার হঠাৎই খবর আসে শাহরুখ খান অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আচমকা কিং খানের শরীর খারাপের খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন শাহরুখ অনুরাগীরা।
জানা যায়, আহমেদাবাদের প্রবল গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন শাহরুখ।
এই সময় জানিয়েছে, আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান স্ত্রী গৌরী খানও। অভিনেত্রী জুহি চাওলাও তার বন্ধু এবং কেকেআর টিমের পার্টনার শাহরুখের সুস্থতার খোঁজখবর নেন। বৃহস্পতিবার সকালেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা।
সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তার টিম কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফ ম্যাচের দুদিন আগে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। ম্যাচ শেষ হওয়ার পরে, টিমের সঙ্গে শাহরুখ গভীর রাতে আহমেদাবাদের আইটিসি নর্মদা হোটেলে পৌঁছেছিলেন। যেখানে তাকে স্বাগতও জানানো হয়েছিল।
তবে বুধবার সকালে শাহরুখের স্বাস্থ্যের অবনতি হলে দুপুর ১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্রচণ্ড গরমে অভিনেতার হিট স্ট্রোক ও ডিহাইড্রেশন হয়েছিল।
গত কয়েকটা দিন প্রবল ব্যস্ততার মধ্যে কেটেছে শাহরুখের। আহমেদাবাদে এখন তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আগামী পাঁচ দিনের জন্য সেখানে রেড সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।