বিভিন্ন সময়েই নানা মন্তব্যকে ঘিরে সমালোচনার মুখে পড়েন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ট্রলের শিকারও হন অভিনেত্রী। তবে একটা সময়ে মন খারাপ হলেও এখন আর তা নিয়ে ভাবেন না। সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে ট্রল প্রসঙ্গে দীঘি বলেন, ‘একটা সময় খুব মন খারাপ থাকত। ভেঙে পড়তাম। ভাবতাম, কেন ট্রল হচ্ছে, আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি। পরে দেখলাম যে শাকিব খানকে নিয়েও ট্রল হয়, জয়া আহসানকে নিয়েও হয়।
অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীরকে নিয়েও ট্রল হয়। যেটা বোঝলাম যে কিছু মানুষের ধরনই এ রকম, অন্যকে ট্রল করে বেড়ায়। যারা ট্রল করে, তারা আসলে খুবই অসফল, হতাশাগ্রস্ত; সফলদের দেখে তাদের ঈর্ষা হয়। এই ঈর্ষাকাতরতা থেকে তারা এমনটা করে।’
হেটার্সরা তার কাজের ফোকাস নষ্ট করতে চায়- উল্লেখ করে এই নায়িকা আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, হেটার্স থাকা খুবই স্বাভাবিক। একজন মানুষকে পৃথিবীর সবাই ভালোবাসবে, তা মোটেও ঠিক নয়। এই জিনিসটা যদি আমি নেগেটিভলি নেই, গায়ে মাখিয়ে ফেলি, তাহলে আমি হতাশ থাকব, কাজে ফোকাস দিতে পারব না। হেটার্সরা আমার কাজের ফোকাস নষ্ট করতে চায়। তাই এদের প্রাধান্য দেওয়াটা বোকামি।
কিছুদিন আগে নতুন সিনেমার খবরে শিরোনামে আসেন দীঘি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমাতে অভিনয়ের কথা রয়েছে তার। পিওর রোমান্টিক গল্পের এ সিনেমাতে দীঘির বিপরীতে দেখা যাবে সিয়াম আহমেদকে। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চান না নায়িকা।
দীঘি শুধু বললেন, ‘এখন পর্যন্ত নিশ্চিত কিছুই হয়নি। দেখা যাক, আশা করি ভালো কিছুই হবে। সিয়ামের সঙ্গে আবার সিনেমা মন্দ হবে না।’
দীঘিকে সর্বশেষ দেখা গেছে সিয়াম আহমেদের বিপরীতে ‘জংলি’ সিনেমায়। এম রাহিম পরিচালিত এ সিনেমায় দীঘিকে দেখা গেছে নূপুর চরিত্রে।