বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিথিলার মুকুটে ‘দাদাসাহেব ফালকে’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ মে, ২০২৪ ২০:৪৮

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে তৈরি ‘ও অভাগী’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আর এই ছবিতে প্রধান চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এবার ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাকে।

জন্মভূমি বাংলাদেশে তো বটেই, প্রতিবেশী ভারতেও তার গুণমুগ্ধ ভক্তের সংখ্যা প্রচুর। রূপমাধুর্যের পাশাপাশি তার অনবদ্য অভিনয় মুগ্ধ করে চলেছে ভক্ত-অনুরাগীদের। তিনি হলেন রফিয়াথ রশিদ মিথিলা।

অনবদ্য অভিনয়ের সেই স্বীকৃতিই এবার পেলেনসৃজিত ঘরণি। তার মুকুটে যুক্ত হয়েছে নয়া পালক- ‘দাদাসাহেব ফালকে’।

সম্প্রতি মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত ছবি ‘ও অভাগী’। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। আর এই ছবিতে প্রধান চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এবার ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে তাকে।

এক ভিডিও’র মাধ্যমে নিজেই ভাগ করে নিলেন সেই খবর।

‘ও অভাগী’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই সবার মনজয় করেছেন মিথিলা। ছবিটি তৈরি করেছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী। আর ছবিটির মুখ্য ভূমিকায় দেখা গেছে মিথিলাকে। এই চরিত্রটির জন্য তাকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়া হয়েছে।

দিল্লিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হলেও সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি রফিয়াথ রশিদ মিথিলা। কারণ সে সময় তিনি বাংলাদেশে ছিলেন। তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন ছবির পরিচালক-প্রযোজক।

এক ভিডিওবার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে মিথিলা বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাতে চাই যে, দিল্লিতে অনুষ্ঠিত ১৪-তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ আমি সেরা অভিনেত্রীর সম্মানে ভূষিত হয়েছি। ‘ও অভাগী’ ছবিতে অভিনয়ের জন্যই এই পুরস্কার আমি পেয়েছি। আমি এজন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী ও প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই।’

মুক্তির পর থেকেই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল। ‘ও অভাগী’ ছবিতে একজন রসিকের চরিত্রে দেখা গেছে তাকে। শুধু তিনি নন, আরজে সায়নকে এবং জমিদারের চরিত্রে অভিনয় করেছেন বহু অভিনেতা-অভিনেত্রী। সুব্রত দত্তের অভিনয় নজর কেড়েছে সবার।

এছাড়াও অভিনয় করেছেন দেবযানী চট্টোপাধ্যায়, আরজে জিনিয়া, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ হালদারের মতো অভিনেতারা। এ ছবিতে ফুটে উঠেছে এই সমাজের এক অন্য কাহিনী।

এ বিভাগের আরো খবর