ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের একজন তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়ে অভিনয় দিয়ে তিনি হয়ে উঠেছেন অনন্য। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের মধ্যে এই অভিনেত্রীকে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সম্প্রতি ছোট পর্দা থেকে মেহজাবীন, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, তানজিন তিশারা সিনেমা শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় তটিনীকে সিনেমায় দেখতে চান তার ভক্তরা। এমনকি এই অভিনেত্রীর কাছে বেশ কিছু সিনেমার প্রস্তাব গেলেও তিনি হাসিমুখে সেগুলো নাকোচ করে দিয়েছেন। নিজেকে পরিণত অভিনেত্রী হিসেবে তৈরি করতে সময় নিচ্ছেন। এ প্রসঙ্গে তটিনী বলেন, এখন মন দিয়ে নাটক করছি। আরও অভিজ্ঞতা হোক। নাটকে যে ভালোবাসা পাচ্ছি, যখন সিনেমায় আসবো আমি চাই মানুষ যেন একইভাবে আমাকে ভালোবাসা দেয়। তিনি আরও বলেন, শুরু থেকেই আমি ডিরেক্টর, সহশিল্পী দেখতাম না। সবার আগে নজর দিতাম গল্প, স্ক্রিপ্ট এবং সংলাপে। কারণ, এগুলো ভালো হলে দিনশেষে কাজটা ভালো হয়। কাজ কম করলেও মানের দিকে গুরুত্ব দিচ্ছি। যেগুলো করছি যেন মানসম্মত হয়, সেদিক খেয়াল রাখছি। আসলে কাজ তো দর্শকদের জন্য করি। তাদের সাপোর্ট পেলে ভালো কাজের অনুপ্রেরণা আরও বাড়বে।
‘মানের দিকে গুরুত্ব দিচ্ছি’
এ বিভাগের আরো খবর/p>