বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলকাতার ‘ফেয়ার অ‌্যান্ড আগলি’তে বাঁধন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ মে, ২০২৪ ১৯:৪১

কলকাতার ‘হইচই’-এর সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে বাঁধনের ‘মুশকান জুবেরি’ দর্শকের মনে রয়ে গেছে। বলিউডের ‘খুফিয়া’তেও তার অনবদ্য অভিনয় সবার নজর কাড়ে। এবার ‘ফেয়ার অ‌্যান্ড আগলি’ হতে চলেছে ভারতে তার তৃতীয় কাজ।

আজমেরী হক বাঁধন। মূলত লাক্স চ্যানেল আই প্ল্যাটফর্ম থেকেই শো-বিজে যার যাত্রা শুরু। ক্যারিয়ারের শুরুর দিকে ব্যস্ত সময় কেটেছে নাটকে। একটা সময়ে এসে বিয়ে, পরবর্তীতে বিচ্ছেদ ও একমাত্র কন্যাকে নিয়ে নানা সমস্যায় অভিনয় জগত থেকে নিজেকে অনেকটা সরিয়ে নেন এই প্রতিভাধর অভিনেত্রী।

বহুল আলোচিত রেহানা মরিয়ম নূর সিনেমা দিয়ে ঘুরে দাঁড়ান এই লাক্স-কন্যা। এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে কেবল সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারই অর্জন করেননি, আন্তর্জাতিক অঙ্গনেও মুগ্ধতা ছড়ান তিনি।

রেহানা মরিয়ম নূর সিনেমার সুবাদে টালিউড এমনকি বলিউডের সিনেমাতেও কাজ করার সুযোগ পেয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার কলকাতার আরেকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেন আজমেরী হক বাঁধন।

সবকিছু পরিকল্পনামাফিক চললে বাঁধনকে শিগগিরই প্রসেনজিৎ বিশ্বাসের অ‌্যান্থোলজি ফিল্ম ‘ফেয়ার অ‌্যান্ড আগলি’র একটি গল্পের সিনেমায় দেখা যাবে। ইতোমধ্যে ছবিটিতে কাজ করার বিষয়ে ইচ্ছা পোষণ করেছেন। শুধু তাই নয়, সিনেমাটিতে নিজের চরিত্রের জন্য প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান বাঁধন।

ছবিটিতে বাঁধন ছাড়াও থাকছেন ‘ফারজি’, ‘ব্রহ্মাস্ত্র’-খ‌্যাত শাকিব আইয়ুব এবং দেবপ্রসাদ হালদার। চলতি মাসের মধ‌্যভাগে বাঁধনের শুটিং শুরু হওয়ার কথা।

জানা গেছে, পরিচালক প্রসেনজিতের অ‌্যান্থোলজিতে মোট ৫টি গল্প। কয়েকটির শুটিং ইতিমধ্যে হয়ে গেছে। বিভিন্ন গল্পে পার্নো, সম্রাট, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, মুমতাজ, সায়ন মুন্সিরা শুট করেছেন।

২০১৮ সালে কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ‌্যায় পরিচালিত ‘হইচই’-এর সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে বাঁধনের ‘মুশকান জুবেরি’ দর্শকের মনে রয়ে গেছে। গত বছর বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’তে প্রথমবার বলিউডে কাজ করেন এই অভিনেত্রী। বাঁধন হিনা ওরফে অক্টোপাস-এর চরিত্রে অনবদ্য অভিনয় করে সবার নজর কাড়েন। তবে এরপর তাকে ভারতের আর কোনো সিরিজ বা ছবিতে পাওয়া যায়নি। সে ক্ষেত্রে বলা যায় ‘খুফিয়া’র পরে ‘ফেয়ার অ‌্যান্ড আগলি’ হতে চলেছে ভারতে তার তৃতীয় কাজ।

এ বিভাগের আরো খবর