এ মুহূর্তে ঢালিউডে দুটি বড় বাজেটের সিনেমা নির্মাণ নিয়ে চলছে গুঞ্জন। এ সিনেমা দুটির একটিতে নায়ক শাকিব খান, অন্যটিতে আছেন সিয়াম আহমেদ। আর এই দুই সিনেমার দুই নায়িকা নিয়ে এর মধ্যেই বেশ কদিন ধরে শুরু হয়েছে গুঞ্জন।
নতুন সিনেমা দুটির পাত্র–পাত্রী কে থাকছেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে আলোচনা। জানা গেছে, শাকিব খানের নায়িকা তানজিন তিশা, অন্যদিকে সিয়ামের নায়িকা নাজিফা তুষি বলে গুঞ্জন ছড়িয়েছে।
বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে রয়েছেন। কিং খানের নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তানজিন তিশার। সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও সিনেমাসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তরুণ বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ এটি পরিচালনা করবেন।
সিনেমাটির শুটিংয়ের জন্য চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন শাকিব খান। পরে লুক টেস্টসহ সব কাজ শেষ করে সেপ্টেম্বর থেকেই নেমে পড়বেন শুটিংয়ে।
সূত্রে আরও জানা গেছে, শাকিব খানের নায়িকা হিসেবে তিশা প্রায় চূড়ান্ত। কারণ হিসাবে ধরে নেওয়া যায়, এর আগে শাকিবের সিনেমায় নায়িকা হিসেবে শুরুতে গুঞ্জন ছিল- অভিনেত্রী সাবিলা নূরের কথা। পরে দেখা যায় তাকেই নায়িকা হিসেবে নেওয়া হয়েছে। ঠিক তেমনটাই মনে হচ্ছে— এবারও সম্ভবত সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। তবে এ সিনেমার বিষয়ে এখনো মুখ খোলেননি তানজিন তিশা।
কলাকুশলী প্রসঙ্গে পরিচালক সাকিব ফাহাদ বলেন, আমরা এখন প্রি–প্রোডাকশনের কাজ করছি। সেটি নিয়েই ব্যস্ত আছি। এখনো কেউ চূড়ান্ত নন। যে কারণে বলা কঠিন। আমরা মনোযোগ দিয়ে কাজটি করতে যাচ্ছি। তিনি বলেন, তবে শিগগির সংবাদ সম্মেলন করে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এ তরুণ নির্মাতা বলেন, আমাদের যেটা নিয়ে সংবাদ সম্মেলন করে বলার কথা ছিল, সেটা অনেকেই জেনে গেছেন। যে কারণে আপাতত পরিকল্পনা নেই। আগামী মাস থেকে শুটিং করতে চাই। সেই প্রস্তুতি নিয়েই ব্যস্ত আমরা।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সাকিব ফাহাদ নির্মিত সিনেমাটির নাম আপাতত প্রকাশ করতে চান না তারা। তবে সরকারি এক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। সেনা অফিসার, নাকি পুলিশ কর্মকর্তা— এটা এখনো জানাতে চান না কেউ। পরিচালক সাকিব শুধু এটিই বললেন, ‘আমাদের গল্পটা একদমই বাংলাদেশের। দেশের গল্প, দেশপ্রেমের গল্প, এটুকুই বলতে পারি।