বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাতে ব্যথা পেয়েছেন কোয়েল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ এপ্রিল, ২০২৪ ১৪:৪৬

গত বছরের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল ‘জঙ্গলে মিতিন মাসি’। এবার শহরেই কালপ্রিটের খোঁজ করবেন কোয়েল। সেই সিরিজের শুটিংয়ের সময়ই ঘটেছে বিপত্তি।

সিনেমার শুটিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী কোয়েল মল্লিক। আঘাত বেশ গুরুতর। এখন বিশ্রামে আছেন তিনি।

রোববার একটি অ্যাকশন দৃশ্যে অংশ নেয়ার সময় আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জিনিউজ জানিয়েছে।

গত বছরের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল ‘জঙ্গলে মিতিন মাসি’। এবার শহরেই কালপ্রিটের খোঁজ করবেন কোয়েল। সেই সিরিজের শুটিংয়ের সময়ই ঘটেছে বিপত্তি।

প্রতিবেদন বলছে, হাতে চোট পেয়েছেন অভিনেত্রী। এমনকি ফ্যাকচারও হয়েছে তার। হাতে প্লাস্টার করতে হয়েছে। আগেও যে হাতে চোট লেগেছিল, নেপালগঞ্জের কাছে শুটিংয়ের সময় টলি কুইন সেই হাতেই ব্যথা পেয়েছেন। আঘাত এতটাই গুরুতর যে দুদিন শুটিং স্থগিত রাখা হয়েছে। হাতের ব্যথা না কমলে শুটিং করা যাবে না।

এই সময় জানিয়েছে, ২০২৩-এর দুর্গাপূজায়ও মুক্তি পেয়েছে মিতিন মাসি সিরিজের একটি পার্ট। জঙ্গলে মিতিন মাসি। নারী গোয়েন্দা চরিত্রে একজন নারীর লড়াই ভীষণভাবেই মন কেড়েছে ভক্তদের বারবার। এবারের নতুন সিনেমা যে তার অন্যথা হবে না, তা সবারই জানা। এবার সিনেমার নাম ‘খুনির সন্ধানে’।

সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে এই সিনেমায় একঝাঁক তারকার পাশাপাশি এবারেও মিতিন মাসি চরিত্রে নজর কাড়বেন কোয়েল মল্লিক। এবারের গল্প ‘মেঘের পারে মেঘ’ অবলম্বনে তৈরি হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোয়েল লিখেছেন, ‘৩১ মার্চ একটি খুনির সন্ধানে মিতিন সিনেমার শুটিংয়ের সময়ে আমার হাতে চোট লাগে। মেডিকা হাসপাতালে পৌঁছেছিলাম তখনই। ডান হাতে আলনা বোন ফ্র্যাকচার হয়েছে। ডাক্তার বিকাশ কপুরের চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠব।’

এ বিভাগের আরো খবর