বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সময়ের সঙ্গে সালমা

  • বিনোদন ডেস্ক   
  • ১৪ অক্টোবর, ২০২৫ ২২:০৭

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিভিন্ন মাধ্যমে গান করে যাচ্ছেন তিনি। মধ্যে খানিক বিরতি নিলেও পরবর্তীতে ফের ব্যস্ত হন দেশ-বিদেশের স্টেজ শো এবং নতুন গানে। গত এক দশকে নারী কণ্ঠশিল্পীদের মধ্যে নতুন গান দিয়ে যে কজন আলোচনায় রয়েছেন, সালমা তাদের মধ্যে অন্যতম। বিশেষ করে সংগীতের দুরবস্থাতেও সালমার বিভিন্ন গানে শ্রোতারা প্রাণ খুঁজে পেয়েছেন। সালমাও নিজেকে এগিয়ে নিয়েছেন সময়ের সঙ্গে। সিডি থেকে ডিজিটাল মাধ্যমে গান প্রকাশ শুরু হলে অনেকেই সেই মাধ্যমে হারিয়ে যান। কিন্তু সালমা একে একে নতুন সব গান প্রকাশ করে নিজেকে এই মাধ্যমেও প্রমাণ করেছেন। বিভিন্ন কোম্পানির বাইরে নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করছেন তিনি। কথা প্রসঙ্গে সালমা , ক্যাসেট থেকে সিডি, সিডি থেকে ডিজিটাল মাধ্যমে গান প্রকাশ হচ্ছে। একজন শিল্পীকে কিন্তু সময়ের সঙ্গে থাকতে হয়। সেই চেষ্টাটা আমিও করেছি। হয়তো সামনে মাধ্যমে আরও পরিবর্তন আসতে পারে। তাই বলে তো থেমে গেলে চলবে না। প্রতিটি মাধ্যমের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাও কিন্তু বড় ব্যাপার। সেদিক থেকে আমি আমার শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের চাওয়ার কারণেই আমি এখন অবধি গান করে যেতে পারছি। বর্তমান ব্যস্ততা সম্পর্কে এ গায়িকা , স্টেজ শো ভালো চলছে আলহামদুলিল্লাহ্। সবশেষ শো করলাম ঢাকার নন্দন পার্কে। তার আগে করলাম কক্সবাজারে। কার কী অবস্থা, বলতে পারি না। তবে, স্টেজ শোর ব্যস্ততা আমার ভালোই যাচ্ছে। এদিকে, নতুন গান নিয়েও চলছে এ গায়িকার ব্যস্ততা। সালমা , মঙ্গলবার একটি গানের রেকর্ডিং আছে। নতুন গান নিয়মিতই করছি। সামনেই একে একে এগুলো প্রকাশ হবে। এদিকে সালমা জানালেন, সম্প্রতি একটি গান রেকর্ডিং করেছেন তিনি। যেটি বেশ বিশেষ। সেটি সম্পর্কে অবশ্য এখনই জানাতে চান না তিনি। দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

এ বিভাগের আরো খবর