বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাপসীর বিয়ে শিগগিরই

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৩:১০

সবকিছু ঠিক থাকলে ‘ডাঙ্কি’ শাহরুখের মান্নু অর্থাৎ তাপসীর মার্চের শেষ দিকে ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন।

রাকুলপ্রীত ও জ্যাকির বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের বলিউডে বিয়ের সানাই। আসন্ন মার্চেই বিয়ে করছেন অভিনেত্রী তাপসী পান্নু।

সবকিছু ঠিক থাকলে ‘ডাঙ্কি’ শাহরুখের মান্নু অর্থাৎ তাপসীর মার্চের শেষ দিকে ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রেমের সম্পর্ক তাদের দীর্ঘদিনের। এই জুটির বিয়ে হবে শিখ ও খৃস্টান দুই মতেই। উদয়পুরে হবে এই ‘ফিউশন ওয়েডিং’।

সূত্রের খবর, এটি একটি সম্পূর্ণ পারিবারিক বিয়ে হতে চলেছে। শুধু পরিবারই উপস্থিত থাকবে। আমন্ত্রিতের তালিকায় থাকছেন না বলিউডের প্রথম সারির তারকারা।

জিনিউজ লিখেছে, ১০ বছরেরও বেশি সময় ধরে তাপসী ও ম্যাথিয়াসের সম্পর্ক। তারা সম্পর্ক গোপন না রাখলেও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না তাপসী। বরাবরই তিনি তার জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।

বলিউডে স্পষ্টভাষী হিসেবে পরিচিত অভিনেত্রী তাপসী পান্নু। কোনো বিতর্ক হোক বা ব্যক্তিগত প্রশ্ন, যেকোনও বিষয়েই কোনও রাখঢাক নয়, সরাসরি নিজের মন্তব্য জানিয়ে দেন তিনি।

যদিও নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায় না তাকে। কিছুদিন আগেই বিয়ে প্রসঙ্গে তাপসী বলেন, বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। তবে সন্তান নেয়ার পরিকল্পনা থেকে আগেই বিয়েটা সারতে চান তারা।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবি পরিবারের মেয়ে তাপসী। আর ম্যাথিয়াস ডেনমার্কের বাসিন্দা। ফলে বিয়েতে পাঞ্জাবি রীতি যেমন মানা হবে, তেমনই থাকবে খ্রিস্টান নিয়মের ছোঁয়া। দুই সংস্কৃতির মেলবন্ধন ঘটবে আয়োজনে। সেই কারণেই এই থিমকে বলা হচ্ছে ‘ফিউশন ওয়েডিং’।

খেলা আর বিনোদুনিয়ার তারকাদের ঘর বাঁধার গল্প এখন আর নতুন কিছু নয়। শর্মিলা ঠাকুর-মনসুর আলি খান পতৌদি, যুবরাজ সিং-হেজেল কিচ, বিরাট কোহলি-আনুশকা শর্মা থেকে জাহির খান-সাগরিকা ঘাটগে- উদাহরণ একাধিক। সেই তালিকাতেই হয়তো এবার যুক্ত হতে চলেছে তাপসী আর ম্যাথিয়াসের নাম।

এ বিভাগের আরো খবর