সম্প্রতি বিয়ে নিয়ে সমালোচনার মুখে পড়েন ভারতীয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তবে ট্রলকে একেবারেই পাত্তা দেননি এই দম্পতি।
নিজেদের বিয়ে নিয়ে ট্রলের জবাব না দিলেও এবার সঙ্গীতশিল্পী অনুপম রায় ও গায়িকা প্রস্মিতা পালের আসন্ন বিয়ে নিয়ে ট্রলকারীদের ওপর ক্ষেপছেন শ্রীময়ী।
এবিপি আনন্দের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ নিয়ে মন্তব্য করেছেন।
শ্রীময়ী বলেন, ‘এতদিন কাঞ্চনকে বুম্বাদা, শ্রাবন্তীদির সঙ্গে তুলনা করা হতো। এবার শুরু হয়েছে অনুপমদাকে নিয়ে। কিন্তু যারা ট্রল করছেন তাদের এদের জায়গায় পৌঁছানোর মতো যোগ্যতা নেই।
‘ওদের যে জনপ্রিয়তা রয়েছে সেটা ওরা নিজেরা অর্জন করেছেন। ওরা কতবার ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন, কটা বিয়ে করবেন সেটা নিয়ে এত কথা বলার কী আছে?’
শ্রীময়ী বলেন, ‘ওরা তো মাইক নিয়ে প্রচার করেননি, আবার কাউকে বিরক্তও করেননি। মোবাইলের আড়ালে বসে মন্তব্য করাটা আসলে সোজা। নিজেদের সম্পর্ক, পরিবারে এবার মন দিন।’
ট্রলকারীদের একহাত নিয়ে শ্রীময়ী বলেন, ‘আপনাদের এত আফসোস কেন? আপনি পেলেন না বলে কষ্ট হচ্ছে বুঝি?’