বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘শেষ চিঠি’ আসছে ২০ ফেব্রুয়ারি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:৫৪

২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় গানটি রিলিজ হবে বলে জানিয়েছেন গানটির শিল্পী তাপস ইকবাল।

দেশখ্যাত ইউটিউব চ্যানেল জি-সিরিজের ব্যানারে রিলিজ পেতে যাচ্ছে কাহিনীভিত্তিক গানচিত্র ‘শেষ চিঠি’।

২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় গানটি রিলিজ হবে বলে জানিয়েছেন গানটির শিল্পী তাপস ইকবাল।

‘শেষ চিঠি’তে পুরোনো দিনের চিঠি আদান-প্রদানের সময়কে ঘিরে একটি প্রেম-বিরহের আবহে রূপ দেয়া হয়েছে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিও। তাই নাম দেয়া হয়েছে গানচিত্র।

এতে সাংবাদিক, লেখিকা, উপস্থাপক ও মডেল এমি জান্নাতের বিপরীতে অভিনয় করেছেন জিসান আফ্রিদি। ডাকপিয়নের চরিত্রে মোকতার হোসেন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন তাপস ইকবাল, গীতিকার ওয়াসিম হক, সুরকার তানিম হায়াত খান রাজিত, সঙ্গীত আয়োজক সজীব দাস। সিনেমাটোগ্রাফি মো. সুমন,মেক-আপ আর্টিস্ট আল আমিন রাফি, এডিট ও কালার গ্রেডিং করেছেন হাবিবুর রহমান হাবিব। পরিচালনায় ছিলেন নাট্যনির্মাতা ও সীমান্ত সজল। সহকারী পরিচালক মো. সজীব মিয়া। টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে হাভানা স্টুডিও।

এ বিভাগের আরো খবর