ছিপছিপে চেহারা দেখেই হয়তো অনেকে ধারণা করেন, ভারতীয় অভিনেত্রী কৃতি শ্যানন বোধহয় কঠোর ডায়েট মেনে চলেন। পর্দায় তো বটেই, পর্দার বাইরেও যখন তিনি উপস্থিত হন, তখনও একই রকম দেখা যায় তাকে।
অনেকেই ধরে নিয়েছেন কৃতি উপোস করে থাকেন, অথবা খেলেও সামান্য পরিমাণে। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম সেই ভুল ভাঙিয়েছেন অভিনেত্রী।
আনন্দবাজার পত্রিকা বলছে, কিছু দিন আগেই ইনস্টাগ্রামের স্টোরিতে কৃতি পরোটার ছবি ভাগ করে নিয়েছেন। পরোটার ওপর আবার এক টুকরো মাখন। এমন লোভনীয় ছবি দেখে জিভে জল আসারই কথা। তবে কৃতি পরোটা খাচ্ছেন, সেটা অনেকেই সহজে বিশ্বাস করতে পারছিলেন না। সেই স্টোরিতেই অবশ্য কৃতি বিষয়টি খোলসা করেছেন।
পরোটা আসলে মেথি দিয়ে তৈরি। মেথির পরোটা নাকি কৃতির অন্যতম প্রিয়। কৃতি লিখেছেন ‘মেথির পরোটা এবং মাখন- আমার পছন্দের’।
মেথি নিঃসন্দেহে স্বাস্থ্যকর। মেথিতে রয়েছে ফাইবার, আয়রন, ভিটামিনের মতো উপকারী সব উপাদান। পরোটা খেয়েও যদি ডায়েট করতে হয়, তা হলে তা মেথি দিয়ে বানাতে পারলে ভালো। নিজেকে ছিপছিপে রাখতে কৃতি শ্যানন তাই ভরসা রাখছেন মেথি পরোটার ওপরই।