দেব আর সৃজিত যে এক সঙ্গে কাজ করছেন, সে খবর আগেই ছিল। এমনকি খবর ছিল এই সিনেমায় দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এবার সামনে এল নতুন দুই তথ্য।
দেবকে সঙ্গে নিয়ে নতুন এক থ্রিলার সিনেমায় হাত দিয়েছেন সৃজিত। আপাতত, নাম ঠিক হয়েছে ‘টেক্কা’। আর সূত্রের খবর, এই সিনেমায় সব বিতর্ক উড়িয়ে বহু বছর পর ফের সিনেপর্দায় জুটি বাঁধছেন পরমব্রত ও স্বস্তিকা।
এখানেই চমকের শেষ নয়। এ সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। জানুয়ারি থেকেই নাকি শুরু হবে শুটিং। ২০২৪-এর পূজাতেই মুক্তি পাবে সৃজিতের এই হাই ভোল্টেজ সিনেমা।
বেশ কয়েক মাস আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে তার প্রযোজনা সংস্থার অফিস থেকে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। সঙ্গে পোস্টে লিখছিলেন, অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০০৪ সালে।
এই পোস্ট দেখেই হইচই শুরু হয়েছিল। এবার স্পষ্ট হলো, দেব ও সৃজিত দুজনে মিলে আসলে ‘টেক্কা’ দিতে চাইছেন, টলিপাড়ার অন্য়ান্য পরিচালকদের। আর তারই প্ল্যানিং শুরু। সূত্র: সংবাদ প্রতিদিন