বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আরবাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জর্জিয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ ডিসেম্বর, ২০২৩ ১৭:৫৭

জর্জিয়ার কথায়, ‘আমার কাছে সম্পর্ক মানে দুজনের পছন্দ-অপছন্দ মিলবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের কোনো পছন্দই মিলত না। আর সেই জন্যই আমাদের সম্পর্কটা টিকল না।’

বলিউড তারকা মালাইকা অরোরার সঙ্গে ১৭ বছরের দাম্পত্যের অবসান হয়েছিল বছর পাঁচেক আগে। তারপরই জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান বলিউডের প্রযোজক, পরিচালক ও অভিনেতা আরবাজ খান। প্রায় চার বছর একসঙ্গে ছিলেন তারা। এর মাঝেই আচমকা প্রেম ভাঙে আরবাজের। যদিও এই প্রসঙ্গে কখনও প্রকাশ্যে কথা বলেননি আরবাজ। এবার সেই বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন জর্জিয়া। জানালেন তাদের বিচ্ছেদের কথা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজ ও তার সম্পর্ক নিয়ে কথা বলেন জর্জিয়া।

জর্জিয়ার মতে, তারা একে অন্যের থেকে অনেকটাই আলাদা ছিলেন, আর এত বৈপরীত্যের কারণেই তারা আলাদা হয়েছেন।

ভবিষ্যতকে দুজনে দুভাবে দেখতেন, এমনকি জীবনে আগামীতে কী করতে চান, ভবিষ্যতের পরিকল্পনাসহ কিছুই মিলত না তাদের। আর এত অমিলের জন্যই আরবাজ এবং জর্জিয়া মিলিতভাবে সিদ্ধান্ত নেন যে তারা আলাদা হয়ে যাবেন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন জর্জিয়া।

জর্জিয়া তাদের সম্পর্ক ভাঙার কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আমি একটু খামখেয়ালি, ইচ্ছে হলেই ঘুরতে বেরিয়ে যাই। আমি ভীষণ স্বাধীনচেতা, যদি মনে করি কোথাও যাব, তো আমি গিয়েই ছাড়ি। ও যখন সেই একই জিনিস চাইত না তখন সেটা আমার খারাপ লাগত। আরবাজ ঘরে বসে সিনেমা, ডকুমেন্টরি দেখতে পছন্দ করে। আমি আবার একদমই ঘরে বসে থাকতে ভালোবাসি না। আমি অনেক আলাদা।’

জর্জিয়ার কথায়, ‘আমার কাছে সম্পর্ক মানে দুজনের পছন্দ-অপছন্দ মিলবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের কোনো পছন্দই মিলত না। আর সেই জন্যই আমাদের সম্পর্কটা টিকল না।’

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তবে যতই বিচ্ছেদ হোক না কেন তারা এখনও ভীষণ ভালো বন্ধু একে অন্যের। বিচ্ছেদের পর যেমন তিক্ততা চলে আসে সেটা তাদের মধ্যে আসেনি বলেই জানান জর্জিয়া।

জর্জিয়ার কথায়, তারা এখনও একে অন্যের সঙ্গে মজা করেন, একে অন্যের জোকস শুনে হাসেন।

জর্জিয়া বলেন, ‘আমি এখনও ওকে পছন্দ করি। আমাদের যোগাযোগও আছে।’

এ বিভাগের আরো খবর