ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ভারতের চেন্নাইসহ তামিলনাড়ুর ৭ জেলা। একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে চেন্নাইয়ের বহু এলাকা। ফলে কার্যত পানিবন্দী হয়ে পড়েছে সেখানকার লাখ লাখ মানুষ। শহরের একপ্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নৌকার বিকল্প নেই। এমন অবস্থায় চেন্নাইয়ে গিয়ে ফেঁসে গিয়েছেন বলিউড অভিনেতা আমির খান।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মায়ের সঙ্গে দেখা করতে চেন্নাইয়ে গিয়ে জলাবদ্ধতায় আটকে পড়েন আমির। এ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর নৌকায় করে উদ্ধার করা হয় এ অভিনেতাকে। এ সময় তার সঙ্গে ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা বিশাল বিষ্ণু।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করেছেন বিশাল। ওই ছবিগুলোতে আমিরকেও দেখা যাচ্ছে। ছবিগুলো দেখা যাচ্ছে, উদ্ধারকারী দল গিয়ে তাদের উদ্ধার করেছেন। সেখানে আর পাঁচজন সাধারণ নাগরিকের মতোই উদ্ধারকারী দলের নৌকায় দেখা যাচ্ছে আমির খানকে, আরও দেখা যাচ্ছে ভারতের ব্যাডমিন্টন প্লেয়ার জ্বালা গুপ্তাকে।
উদ্ধার হওয়ার পর তামিলনাড়ু সরকার ও উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেতা বিশাল বিষ্ণু। ওই পোস্টে তিনি লিখেছেন, কারাপাক্কামে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যেই ৩টি নৌকা কাজ করছে।
বিশালের এক্স পোস্ট থেকে জানা যায়, তিনি তামিলনাড়ুর কারাপাক্কামের বাসিন্দা। সেখানে বন্যার কারণে, তার বাড়িতে জল ঢুকে যায়। সেখান থেকেই একটু এক্স বার্তায় সাহায্য চেয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, সেখানে বিদ্যুৎ নেই, ওয়াইফাই নেই, ফোন সিগন্যাল নেই, কিছুই নেই। শুধুমাত্র বারান্দার একটি নির্দিষ্ট পয়েন্টে তিনি নেটের কিছু সিগন্যাল পান।
এদিকে আমির খানকে সাধারণ নাগরিকের মতো নৌকায় ভাসতে দেখে তার প্রশংসায় পঞ্চমুখ তামিলনাড়ুর মন্ত্রী ড. টিআরবি রাজা। অভিনেতা বিশাল বিষ্ণুর এক্স পোস্টের উত্তরে তিনি লিখেছেন, ‘আপনার পাশের মানুষটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। উনি সমাজের উঁচু শ্রেণির মানুষ হয়েও উদ্ধারের জন্য আলাদা করে ব্যবস্থা চাননি। আর পাঁচজনের সঙ্গেই নৌকায় ভেসে এসেছেন।’
বিশাল বিষ্ণুর ওই পোস্টের পরই দ্রুত তার কাছে সাহায্য পৌঁছে যায়। সেখানে তাঁদের উদ্ধার করতে পৌঁছায় উদ্ধারকারী দল।
উল্লেখ্য, আমির খানের মা চেন্নাইয়ে থাকেন। তিনি বহুদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ।