বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও ব্যান্ডসংগীতশিল্পী নিক জোনাসের রসায়নের কথা কারও অজানা নয়। তাদের দাম্পত্যজীবনের কথা মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে থাকেন তারা। এবার অভিনেত্রীর সঙ্গে একবারে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা প্রকাশ্যে আনলেন নিক জোনাস। জানালেন তাদের অন্দরমহলের নানান খুঁটিনাটি।
পুরুষ হিসাবে প্রিয়াংকার চোখে নিকই শ্রেষ্ঠ, এর আগে অনেকবার জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া। আবার প্রিয়াংকাকে স্ত্রী হিসেবে পেয়ে ভীষণ সুখী নিকও, সে কথাও আমরা জেনেছি। কখনো প্রিয়াংকার শরীরে পিৎজা রেখে খাচ্ছেন নিক, আবার কখনো একে অন্যের ঠোঁটে চুমুতে ডুবে আছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে স্ত্রীর সঙ্গে একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা জানালেন এ সংগীতশিল্পী।
নিক জোনাস বলেন, বিছানায় আমি কেবল শুতেই পছন্দ করি। কিন্তু স্ত্রী প্রিয়াংকা মাঝেমধ্যে বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখেন। এ অভ্যাস একেবারেই অপছন্দ তার। তিনি বলেন, আমি টিভি দেখতে হলে খাটের পাশে রাখা চেয়ারে বসেই টিভি দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এমনকি শোবারঘরে খাটের ওপর খেলাধুলা করাও পছন্দ করি না।
নিক বলেন, আমার এমনই বড্ড গরম লাগে, তাই অন্যরকমভাবে উষ্ণ হতে চাই না। নিকের এহেন কথা শুনে সঞ্চালক বলেন, আপনাদের ব্যাপারস্যাপার অন্য ধারার, একেবারে পাগলামির লক্ষণ। মৃদু হাসেন অভিনেত্রীর স্বামী।