বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইসরায়েলের জন্য ‘হৃদয়ে রক্তক্ষরণ’ হচ্ছে কঙ্গনার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ অক্টোবর, ২০২৩ ১৫:৫৬

কঙ্গনা লিখেছেন, ‘আমার হৃদয়টা পড়ে আছে ইসরায়েলে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি ইসরায়েল এবং ইহুদিদের প্রতি আমার সমর্থন সম্পর্কে সোচ্চার ছিলাম। সন্ত্রাসীদের গণহত্যা শুরুর আগে থেকে আমি খুব সোচ্চার ছিলাম।’

ফিলিস্তিনের গাজা উপত্যকতার শাসক দল হামাসের সঙ্গে সংঘাতে জড়ানো ইরসায়েলের জন্য হৃদয়ে রক্ষক্ষরণ হচ্ছে বলিউড তারকা কঙ্গনা রানাউতের। হামাসকে রামায়ণের প্রধান খলচরিত্র ‘রাবণ’ আখ্যা দিয়ে ইসরায়েলের জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি।

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নওর গিলনের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগাম্যধমে এক পোস্টে একথা জানিয়েছেন কঙ্গনা।

হিন্দুস্তান টাইমস বলছে, রাষ্ট্রদূত নওরের সঙ্গে সাক্ষাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেত্রী। তিনি গিয়েছিলেন তার সিনেমা ‘তেজাস’-এর প্রচারে। এতে কঙ্গনা বিমানবাহিনীর একজন পাইলটের চরিত্রে অভিনয় করেছেন।

কঙ্গনা লিখেছেন, ‘আমার হৃদয়টা পড়ে আছে ইসরায়েলে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি ইসরায়েল এবং ইহুদিদের প্রতি আমার সমর্থন সম্পর্কে সোচ্চার ছিলাম। সন্ত্রাসীদের গণহত্যা শুরুর আগে থেকে আমি খুব সোচ্চার ছিলাম।’

রাষ্ট্রদূতের সঙ্গে কী কথা হয়েছে সে প্রসঙ্গ তুলে তিনি লিখেছেন, ইহুদিদের জন্য একটি একটি দেশ হোক। আমি মনে করি আপনারা যে লড়াই করছেন তা সঠিক। হিন্দু জাতি হিসেবে আমরা ইসরায়েলের সমর্থনে দাঁড়িয়েছি।

ইসরায়েলে ঢুকে হামাস গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়ায় টানা চালানো ইসরায়েলের বোমা হামলায় সাড়ে ৫ চার হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ইসরায়েলে নিহত হয়েছে দেড় হাজারের মতো মানুষ।

গাজায় পানি, খাবার, জ্বালানি, ওষুধ ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ৯ অক্টোবর থেকে গাজায় অবরোধ দিয়েছে দেশটি।

ভূমধ্যসাগরের তীরবর্তী গাজার সীমান্তের বড় অংশই ইসরায়েলের সঙ্গে, বাকিটা মিশরের সঙ্গে। এর দৈর্ঘ্য ৪১ কিলোমিটার এবং প্রশস্ত ১০ কিলোমিটার। প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করছে গাজায়।

এ বিভাগের আরো খবর