বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রযোজক সবাইকে মেপে ভাত দিতেন: জায়েদ খান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ অক্টোবর, ২০২৩ ২২:৩৩

‘প্রযোজক শুরু থেকেই সবকিছু সস্তা চাচ্ছিলেন। সস্তা এক হোটেলে থাকার ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে দেখি নাস্তার কোনো ব্যবস্থা নেই। পরে দেখলাম নিজেই বাজার করে খাবারের দেখাশোনা করছেন। আমার ১৫ বছরের ক্যারিয়ারে এমন বাজে অবস্থা দেখিনি।’

চিত্রনায়ক জায়েদ খান দীর্ঘদিন পর ‘ছায়াবাজ’ সিনেমা দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন। তার জুটি ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

তাজু কামরুল পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হলেও শেষ পর্যন্ত নানা বিতর্কের কারণে তা বন্ধ হয়ে যায়। এর মূলে ছিলেন সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম। তার অপেশাদার আচরণের জন্যই শুটিং শেষ না করেই কলকাতায় পাড়ি জমান সায়ন্তিকা।

গণমাধ্যমে এ নিয়ে আবারও মুখ খুললেন জায়েদ খান। জানালেন প্রযোজকের হাঁড়ির খবর।

জায়েদ বলেন, ‘আমি প্রযোজকের বিষয়ে আগে কিছু জানতাম না। পরিচালক তাজু কামরুলের সঙ্গে যা কথা হওয়ার হয়েছে। আমরা শিল্পীরা গল্প ও আমাদের চরিত্রের দিকে নজর দেই। এই ঘটনার পর জানতে পারি এর আগেও তিনটি সিনেমা তিনি প্রযোজনা করেছেন। তার একটিও শেষ হয়নি।’

তিনি বলেন, ‘প্রযোজক শুরু থেকেই সবকিছু সস্তা চাচ্ছিলেন। সস্তা এক হোটেলে থাকার ব্যবস্থা করেছিলেন। পরে আমি বলে ভালো জায়গায় থাকার ব্যবস্থা করি। পরবর্তীতে দেখি নাস্তার কোনো ব্যবস্থা নেই, সেখানেও আমি যতটা পেরেছি নিজেদের ইন্ডাস্ট্রির মান রাখার চেষ্টা করেছি।

‘পরে দেখলাম প্রযোজক নিজে বাজার করে নিজে সবার খাবারের দেখাশোনা করছেন। প্রযোজক সবাইকে মেপে ভাত দিতেন। আমার ১৫ বছরের ক্যারিয়ারে এমন বাজে অবস্থা দেখিনি। শেষ পর্যন্ত সায়ন্তিকার সঙ্গে যারা কাজ করতেন তাদের পেমেন্ট আটকে দেন প্রযোজক। এরপরই শুটিংয়ে আসা বন্ধ করে দেন।’

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিকেলেই শুটিংয়ে অংশ নিতে কক্সবাজারে যান তিনি। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার। কিন্তু ৭ সেপ্টেম্বরই চলে যান এই তারকা।

এ বিভাগের আরো খবর