ভারতীয় মডেল ও অভিনেত্রী শেহনাজ গিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার রাতে একটি ইনস্টাগ্রাম লাইভ করে হাসপাতালে ভর্তির খবর দেন অভিনেত্রী নিজেই।
হাতে ড্রিপসের বোতল দিয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায় শেহনাজকে।
ভিডিওতে শেহনাজ জানান যে, তিনি খাবারের সংক্রমণে (ফুড ইনফেকশন) আক্রান্ত হওয়ায়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শেহনাজকে দেখতে যান রিয়া কাপুর। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অনিল কাপুর।
ভিডিওতে শেহনাজ বলেন, ‘বন্ধুরা, আমি এখন ভালো আছি। আমি অসুস্থ ছিলাম, আমার ইনফেকশন হয়েছিল। আমি বাইরে থেকে একটি স্যান্ডউইচ খাই। তা থেকেই এই অবস্থা। আপনাদের সবাইকে বলবো বাইরের খাবার এড়িয়ে চলুন।’
তিনি আরও বলেন, ‘আমি জানতাম লাইভে এলে আপনাদের সহানুভূতি পাব, তবে এটা আমি চাই না।’
তিনি ভক্তদের তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থ্যাংক ইউ ফর কামিং’ দেখার অনুরোধ করেন।
শেহনাজের এই ভিডিওতে ভক্তরা অনেক ভালোবাসা জানান। এবং দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করেন।
অভিনেতা অনিল কাপুরও শেহনাজের প্রশংসা করে ভিডিওর কমেন্ট সেকশনে এসে লেখেন, ‘তুমি মমতাজের মতো, পরবর্তী মমতাজ।’
শেহনাজ দ্রুত তাকে লাইভে যুক্ত করেন এবং লাইভ সেশন থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনকে পাওয়া যায় হ্যাপি মুডে।
হাসপাতালে শেহনাজকে দেখতে আসেন ‘থ্যাংক ইউ ফর কামিং’ সিনেমার প্রযোজক রিয়া কাপুর। হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন তিনি।
বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগীর অসুস্থতার খবর সামনে আসতেই রীতিমতো চিন্তিত হয়ে পড়েন তার ভক্তরা।