ক্ষত-বিক্ষত মুখ, মাথাভর্তি রুক্ষ চুল। ‘বাঘা যতীন’ সিনেমায় এমন রূপেই দেখা দিয়েছেন টলিউডের জনপ্রিয় নায়ক দেব। তিনি তার নতুন লুক নিয়ে রয়েছেন আলোচনায়।
সিনেমাটির নির্মাতা শুক্রবার দেবের বিশেষ এ লুক প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে ইউএনবির প্রতিবেদনে।
ব্রিটিশ শাসনামলের সত্য ঘটনার ওপর নির্মিত ‘বাঘা যতীন’ সিনেমাটি। এতে বাঘা যতীনের ভূমিকায় দেবকে একাধিক লুক দেখা যাবে।
এ নিয়ে কলকাতার সংবাদমাধ্যমে দেব বলেন, ‘এই ছবিতে এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি আমি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একইভাবে আমার চরিত্রটিও ছবিতে একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।’
অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ মুক্তি পাবে এবারের দুর্গাপূজায়।