২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পায় ভারতের দক্ষিণী সিনেমা পুষ্পা: দ্য রাইজ। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এর অভিনেতা তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন।
পুষ্পা: দ্য রাইজের ম্যাজিক এখনও অটুট ভক্তদের মনে, কবে আসবে পুষ্পা টু সিনেমা? এবার ছবির সিকুয়েলের রিলিজ ডেট জানিয়ে দিলেন নায়ক।
‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তি পেতে চলেছে ২০২৪ সালের ১৫ আগস্ট। এই খবর নিজেই জানালেন আল্লু অর্জুন।
পুষ্পার প্রযোজনা সংস্থার তরফে সিনেমার নতুন পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হয়, ‘বক্স অফিস দখল করতে পুষ্পা ফিরছে ২০২৪ সালের ১৫ আগস্ট।’
‘পুষ্পা টু’ এর প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। এর আগে অভিনেতা আল্লু অর্জুনের এই রূপ আগে কোনো সিনেমাতে দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দুটি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ, হাতে ধরা বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু।
চন্দন কাঠের চোরাকারবারি পুষ্পার এই সাজ কি গল্পে নয়া চমক? না কি পুলিশকে ফাঁকি দিতে এই বেশ ধারণ! সেই নিয়ে জলঘোলা চলছিল বেশ অনেক দিন ধরেই। এর মাঝেই নতুন পোস্টার। সেখানে অভিনেতার আবছা প্রতিচ্ছবি দেখা গেছে, তবে স্পষ্ট তার আঙুলের নেলপলিশ। আঙুলে আংটির ছড়াছড়ি, হাতে ধরা বন্দুক। এই পোস্টারেই প্রকাশ্যে এলো ‘পুষ্পা টু: দ্য রুল’ এর মুক্তির তারিখ।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পার সুবাদে প্যান ইন্ডিয়া সুপারস্টারে পরিণত হয়েছেন আল্লু অর্জুন তা বলার অপেক্ষা রাখে না। ছবির দ্বিতীয়ভাগও পরিচালনার দায়িত্বে থাকছেন সুকুমার। আল্লুর পাশাপাশি রাশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফসিলকেও দেখা যাবে ‘পুষ্পা টু: দ্য রুল’ এ।