বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চুপিসারে বিয়ে সারলেন ‘ক্যাপ্টেন আমেরিকা’

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৩২

নিজের থেকে প্রায় ১৬ বছরের ছোট পাত্রীর সঙ্গেই সংসার পাতলেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত ক্রিস ইভানস!

হলিউডের সবচেয়ে যোগ্য ব্যাচেলর বলা হতো জনপ্রিয় তারকা ক্রিস ইভানসকে। প্রেম করবেন না বলে অনেক আগেই জানিয়ে ছিলেন এ অভিনেতা। তবে এবার সবার অলক্ষ্যে বিয়েটাও সেরে ফেললেন তিনি।

নিজের থেকে প্রায় ১৬ বছরের ছোট পাত্রীর সঙ্গেই সংসার পাতলেন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত ক্রিস ইভানস!

দর্শক এবং অনুরাগীদের প্রিয় সুপারহিরো ক্রিস ইভানস। তিনি পর্দায় এলেই হাততালিতে ফেটে পড়ে গোটা প্রেক্ষাগৃহ। পর্দার বাইরে বাস্তব জীবনেও অনুরাগীদের কাছে তার আবেদন সুপারহিরোর চেয়ে কিছু কম নয়। সুঠাম চেহারা এবং হাসিখুশি স্বভাবের জন্য তাকে প্রায় চোখে হারান অনুরাগীরা। অনুরাগীদের চমকে দিয়ে এবার বিয়ে করলেন হলিউডের এই জনপ্রিয় তারকা।

মার্ভেল ইউনিভার্সের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারহিরো ক্যাপ্টেন আমেরিকা। সেই চরিত্রে প্রথম থেকে অভিনয় করে এসেছেন ক্রিস। ‘ক্যাপ্টেন আমেরিকা’ ফ্র্যাঞ্চাইজির ছবি তো বটেই, ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজির একাধিক ছবিতেও দেখা গেছে তাকে। পর্দায় তার প্রেমিকা পেগি কার্টার, চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির শেষে গিয়ে বৃদ্ধ বয়সে পেগির সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছিল ক্যাপ্টেন আমেরিকা তথা স্টিভ রজার্সকে। তবে বাস্তব জীবনে নিজের মনের মানুষকে খুঁজে পেতে এতটা সময় লাগেনি ক্রিসের।

বছর দুয়েক আগে পোর্তুগিজ অভিনেত্রী আলবা ব্যাপটিস্টারের প্রেমে পড়েন ক্রিস। সম্পর্কের এক বছরের মাথায় এক সাক্ষাৎকারে ক্রিস জানিয়েছিলেন, আলবার সঙ্গে নিজের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছেন তিনি। যেমন বলা, তেমন কাজ। নিজের ওই মন্তব্যের এক বছরের মাথায় প্রেমিকাকে বিয়ে করলেন এই তারকা।

চলতি বছরে ৪২-এ পা দিয়েছেন ক্রিস। অন্যদিকে আলবার বয়স মাত্র ২৬ বছর। যদিও বয়সের এই পার্থক্য কখনই অন্তরায় হয়ে দাঁড়ায়নি তাদের প্রেমে। ভালোবাসা দিবসে একে অপরকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাও জানিয়েছিলেন ক্রিস এবং আলবা। দিন কয়েক আগে ক্রিসের বস্টনের বাড়িতেই একে অপরকে বিয়ের জন্য সম্মতি জানান এই যুগল। যদিও বিয়ের অনুষ্ঠান ঘিরে বিশেষ হুল্লোড় করতে চাননি ক্রিস এবং আলবা। নিজেদের কাছের বন্ধুদের সান্নিধ্যেই বিয়ে করেন তারা। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন আয়রন ম্যান, তথা রবার্ট ডাউনি জুনিয়র, থর তথা ক্রিস হেমসওয়ার্থ, হকআই তথা জেরেমি রেনারের মতো বিখ্যাত মার্ভেল তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তাদের ছবি।

এ বিভাগের আরো খবর