চুক্তি ভঙ্গের অভিযোগ এনে এসএমসি এন্টারপ্রাইজের কাছে চার কোটি টাকা দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে এবং ই- মেইলে এই নোটিশ পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন শাকিবের আইনজীবী ওলোরা আফরিন।
তিনি বলেন, এসএমসি এন্টারপ্রাইজের সঙ্গে নায়ক শাকিব খানের এক বছরের একটা চুক্তি ছিল। কিন্তু সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সেটি নবায়ন বা বাতিল না করে তারা প্রচারণা করছেন। এ কারণে কপি রাইট আইনের ৩৫ ধারায় চুক্তির ভঙ্গের জন্য চার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ পাঠিয়েছি।
আইনজীবী ওলোরা আফরিন বলেন, সাত দিনের মধ্যে নোটিশ অনুযায়ী পদক্ষেপ নিতে বলেছি, অন্যত্থায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
নোটিশটি এসএমসি এন্টারপ্রাইজ, প্রতিষ্ঠানটির এমডি আব্দুল হক ও জিএম খন্দকার শামীম রহমানকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই আইনজীবী।
নোটিশে বলা হয়, এসএমসি এন্টারপ্রাইজের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের এক বছরের চুক্তি হয়। ২০২২ সালের ৩০ জুন সেই চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর চুক্তির মেয়াদ বৃদ্ধি না করে কিংবা বাতিল না করে শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। চুক্তি বাতিল না করায় অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা সম্ভব হচ্ছে না। যে কারণে শাকিব খানের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।
শাকিব খানের অনুমতি ছাড়া ৬ মাস এই বিজ্ঞাপনটি প্রচার করায় চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।
২০১৯ সালের মার্চ থেকে শাকিব খানের সঙ্গে এসএমসি এন্টারপ্রাইজের চুক্তি হয়। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এর মেয়াদ বলে উল্লেখ করা হয় চুক্তিতে।