সিনেমার পর্দায় আপাতত দেখা না গেলেও মিডিয়ার আলোচনা থেকে কখনোই দূরে সরে যাননি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিয়ের পর থেকে পারিবারিক জীবনের নানা ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে রয়েছেন তিনি। আলোচনায় আছে রাজের নামও।
শুরু থেকেই চিত্রনায়ক শরিফুল রাজ আর পরীমনির সংসার কিছুদিন ভালো থাকে তো আবার কিছুদিন খারাপ। তবে রাজের সঙ্গে দুই টিভি অভিনেত্রীর বিতর্কিত কিছু ছবি ও ভিডিও ফাঁসের পর তাদের সংসারে বেশ শীতলতা চলে আসে।
এসময় আলাদা থাকতে শুরু করেন শরিফুল রাজ, যদিও রাজের মা অর্থাৎ শাশুড়ির সঙ্গেই থাকেন পরীমনি।
আলাদা থাকলেও এ দম্পতি মাঝেমধ্যেই এক হচ্ছেন একমাত্র সন্তান রাজ্যকে ঘিরে। এই রাজ্যই যেন নিভু নিভু দাম্পত্য সম্পর্ককে এক চিলতে সলতে হয়ে টিকিয়ে রেখেছে।
দুদিন আগেই সন্তান রাজ্যসহ পরীমনি ও শরিফুল রাজের একাধিক স্থিরচিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এর মধ্যে একটি স্থিরচিত্রে পরীমনি ও রাজ একে অপরকে জড়িয়ে ধরে ছিলেন।
আর এসব দেখে নেটিজেনদের অনেকেই ধরে নেন যে মান-অভিমান ভুলে আবারও এক হয়েছেন ঢালিউডের আলোচিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজ।
কিন্তু বৃহস্পতিবার থেকে জ্বর নিয়ে রাজধানীর একটি হাসপাতলে ভর্তি আছেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দিয়ে এই খবর জানিয়েছেন তিনি।
অন্যদিকে অভিনেতা শরিফুল রাজও শনিবার গেছেন হাসপাতালে। তবে পরীমনিকে দেখতে বা তার কাছে নয়। কারণ দুর্ঘটনা।
গত রাতে দুর্ঘটনার শিকার হন এই চলচ্চিত্র নায়ক। অবশ্য চিকিৎসা নিয়ে রাতেই বাসায় ফিরেছেন তিনি। মাথায় চারটা সেলাই লেগেছে তার।
কীভাবে আহত হলেন বা কীভাবে মাথা ফাটল, সে-সংক্রান্ত কোনো বিষয় জানাননি রাজ। এ বিষয়ে জানতে রাজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
রাজ আহত হওয়ার বিষয়টির সঙ্গে কি পরীমনির কোনো যোগসূত্র আছে? এমন প্রশ্নও ঘুরছে নেট দুনিয়ায়। এ বিষয়ে জানতে পরীমনির সঙ্গে যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথাও বলতে পারছি না।’
পরীমনির এ মন্তব্যের পর রাজ-পরী দম্পতি কি একসঙ্গে থাকছেন, নাকি থাকছেন না বা হাসপাতালে এক হওয়ার ঘটনা কি শুধু্ই কাকতালীয় তা নিয়ে আবার জল্পনা-কল্পনা ও আলোচনা শুরু হয়েছে।