বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাইলেন পরীমনি, তাকিয়ে রইলেন রাজ, হলো আলিঙ্গনও

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৭ আগস্ট, ২০২৩ ১১:০৫

এই দম্পতির সর্বশেষ খবর যারা রাখেন, তারা হয়তো এরই মধ্যে দেখেছেন সে ছবি ও ভিডিও। কখনও মায়ের কোলে, কখনও বা বাবার কোলে রাজ্য। স্ত্রীর পাশে বসা রাজ। দুজন দুজনকে জড়িয়ে ধরছেন, গাইছেন গানও।

ছেলের জন্মদিনে জমকালো আয়োজন করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। সবকিছুই ছিল সে আয়োজনে, শুধু ছিলেন না ছেলের বাবা শরিফুল ইসলাম রাজ। তবে সংকট বোধহয় কিছুটা কেটেছে। মেঘ কি তাহলে সরেছে?

এই দম্পতির সর্বশেষ খবর যারা রাখেন, তারা হয়তো এরই মধ্যে দেখেছেন সে ছবি ও ভিডিও। কখনও মায়ের কোলে, কখনও বা বাবার কোলে রাজ্য। স্ত্রীর পাশে বসা রাজ। দুজন দুজনকে জড়িয়ে ধরছেন, গাইছেন গানও।

গানবাংলার স্টুডিওতে সংগীত আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা যায় তাদের। বুধবার ও বৃহস্পতিবার ওইসব ছবি ও ভিডিও শেয়ার করে তাপসের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্যাপন করা হচ্ছে টিএম-এর পক্ষ থেকে।’

ছবিতে রাজ-পরীকে এক সঙ্গে কেক কাটতে দেখা গেছে। এ সময় সবাই ছিলেন বেশ হাস্যোজ্বল। নানা ভঙ্গিতে ছবিও তুলেছেন তারা। এ ছাড়া একটি ভিডিওতে পরীমনিকে গান গাইতে দেখা গেছে, এ সময় তার দিকে তাকিয়ে ছিলেন রাজ।

এমন উদযাপনের পর অবশ্য আর কী ঘটেছে সেখানে তা নিয়ে কোনো কিছু জানাননি তাপস। রাজ কি পরীর সঙ্গে ফিরেছেন বাসায়, নাকি আগের মতোই আলাদা থাকছেন তা নিয়েও জানা যায়নি কিছু।

পরীমনি বা রাজ এ নিয়ে কোনো পোস্টও দেননি ফেসবুকে। পাওয়া যায়নি কোনো মন্তব্য।

রাজ-পরীর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ছেলের জন্মদিনের অনুষ্ঠানের ঠিক দুদিন আগে কলকাতা থেকে ফেরেন রাজ। অনুষ্ঠানের আগের রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন তিনি।

রাজ ও পরীর সম্পর্কটা এখন ভালো যাচ্ছে না। এই বিবাদের শুরু বেশ আগে। মোবাইল ফোন থেকে ফেসবুকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালসহ আরও কয়েকজনের ছবি ও ভিডিও পোস্ট করা নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। নানা বিতণ্ডা, মান-অভিমান; এসবের পর আর এক সঙ্গে থাকছেন না রাজ-পরীমনি।

রাজ-পরী দম্পতির সাংসারিক কলহ ফেসবুকে আসা নতুন কিছু নয়। তবে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে জড়িয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে গত ২৯ মে রাতে। ওই রাতে অভিনেত্রী সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশার সঙ্গে রাজের কিছু ছবি এবং ভিডিও রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়।

এসব পোস্টে অসংলগ্ন ভাষায় কথা বলতে দেখা যায় সুনেরাহ ও তানজিন তিশাকে। কয়েকটি ছবিতে দেখা গেছে রাজ ও সুনেরাহকে ভিডিও কলে কথা বলতে। একটি ভিডিওতে লিফটের ভেতরে নাচছিলেন তানজিন তিশা। পরে অবশ্য রাজের অ্যাকাউন্টে সেসব ভিডিও বা ছবি আর পাওয়া যায়নি।

ছবি ও ভিডিও ফাঁস হওয়ার দায় রাজের স্ত্রী নায়িকা পরীমনিকে দিয়ে পরদিন রাতে একটি পোস্ট দেন সুনেরাহ। একই সঙ্গে তিনি দেন আইনি ব্যবস্থারও হুমকি। এর পর দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। সুনেরাহকে এর দায় দেন তিনি। পরে কথা বলেন রাজও। তার বক্তব্য, তিনি এগুলোর কিছুই জানেন না।

এরপর পরীমনি আবার গণমাধ্যমকে বলেন, রাজের সঙ্গে তার যোগাযোগ নেই বেশ কিছুদিন। সুনেরাহর সঙ্গেই থাকছে রাজ। তার ফোনও নাকি তার কাছেই। এসব ছবি ও ভিডিও সুনেরাহই ছড়িয়েছেন। এ নিয়ে একে অন্যকে দায় দিয়েছেন তারা।

এর পর থেকেই পরীমনি আর রাজ এক সঙ্গে থাকছেন না। ছেলেকে উপলক্ষ করে তাদের এক সঙ্গে গেলেও, পরে এ নিয়ে পরীমনি জানিয়েছেন, এটা ছিল মাত্র আনুষ্ঠানিকতা।

আগেও রাজ-পরীর পারিবারিক দ্বন্দ্বের ব্যাপার সামনে এসেছিল, গত পহেলা জানুয়ারি ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রাজের সঙ্গে আর সংসার করবেন না বলে ঘোষণা দেন পরীমনি। একই ঘোষণা দিয়েছিলেন রাজও।

এর দু-একদিন আগে থেকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে নানা পোস্ট দিচ্ছিলেন পরীমনি। তবে শেষ পর্যন্ত টিকে যায় এ দম্পতির সংসার।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর। চলতি বছরের ১০ জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিই প্রথমে জানা যায়, পরে জানা যায় তাদের বিয়ের খবর। রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। গত বছরের ১০ আগস্ট জন্ম হয় রাজ্যের।

এ বিভাগের আরো খবর