চলতি বছর ঈদে মুক্তি পাওয়া ব্যবসাসফল সিনেমা প্রিয়তমা ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে মুক্তি পাচ্ছে। সিনেমাটি ঈদ উল আজহায় মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে এখনও চলছে বেশ দাপটের সঙ্গে।
দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশেও সিনেমাটি দেখছেন দর্শক। অন্যদিকে সিনেমাটি মালয়েশিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ভারতেও মুক্তির তোড়জোড় চলছে।
ছবিটির পরিচালক হিমেল আশরাফ জানান, এ মাসের শেষদিকে এটি বায়োস্কোপে দেখা যাবে।
তিনি বলেন, ‘আমাদের কথাবার্তা চূড়ান্ত। তবে বায়োস্কোপে মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। সেটা না হলেও এ মাসের শেষদিকে এটি বায়োস্কোপে মুক্তি পাচ্ছে এটা নিশ্চিত। তবে দর্শকদের এটি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তবেই দেখতে হবে। আর শুধু বাংলাদেশের দর্শক এটি উপভোগ করতে পারবেন।’
প্রিয়তমার মুক্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বায়োস্কোপ ফেসবুক পেইজে প্রচারণাও শুরু হয়েছে।
এদিকে সপ্তম সপ্তাহে এসেও দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে টানা ছয় সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’। এর আগে দেশটিতে একটানা এতদিন বাংলাদেশের কোনো সিনেমা চলেনি বলে জানান পরিচালক।
সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এ ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ আর অনেকে।
ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। মুক্তির পর থেকে দেশের প্রেক্ষাগৃহে ছবিটি সাড়া পাচ্ছে বেশ।