বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই বছর পর ফিরলেন সুপারস্টার, সিনেমা দেখতে অফিস ছুটির ঘোষণা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ আগস্ট, ২০২৩ ১৫:০০

থালাইভা হিসেবে পরিচিত রজনীকান্ত অভিনীত ‘জেলার’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। নেলসন দিলীপ কুমার পরিচালিত সিনেমাটিতে তাকে দেখা যাবে অ্যাকশন প্যাকড অবতারে।

রুপালি পর্দায় দীর্ঘ দুই বছর অনুপস্থিত থাকার পর ‘জেলার’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ফিরে এসেছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত।

থালাইভা হিসেবে পরিচিত রজনীকান্ত অভিনীত ‘জেলার’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। নেলসন দিলীপ কুমার পরিচালিত সিনেমাটিতে তাকে দেখা যাবে অ্যাকশন প্যাকড অবতারে।

হলে গিয়ে প্রিয় তারকার সিনেমা উপভোগের সুযোগ করে দিতে চেন্নাই-বেঙ্গালুরুসহ আরও কিছু এলাকার অফিসগুলোতে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, নির্মাতারা আশা করছেন সিনেমা হলগুলোতে ধামাকা হবে ‘জেলার’ সিনেমার মধ্য দিয়ে। সিনেমার প্রিভিউ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও চলছে রজনীকান্ত-জ্বর।

‘জেলার’ সিনেমা মুক্তির দিনে ৯০ শতাংশের বেশি স্ক্রিন সিনামাটি নিজের দখলে রাখবে বলে মনে করা হচ্ছে, যা রজনীকান্তের জন্য ঐতিহাসিক উদ্বোধন হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার ‘জেলার শোকেস’ নামে সিনেমাটির প্রথম ট্রেইলার মুক্তি পায়। এ ছাড়া ঝড় তোলে তামান্না ভাটিয়ার নাচে ‘কাভালা’ শিরোনামের গানটি।

সিনেমাতে রজনীকান্তের চরিত্রের নাম, টাইগার মুথুভেল পান্ডিয়ান যিনি একজন পুলিশ অফিসারের বাবা।

‘জেলার’ সিনেমায় দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত ছাড়াও আরও থাকছেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, বসন্ত রবি ও বিনায়কানের মতো শিল্পীরা।

এ বিভাগের আরো খবর