এবার ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমা রাজত্ব করছে সিনেমাহলে। মুক্তির চতুর্থ সপ্তাহেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সিনেমাহলে। দেশ ছাড়িয়ে ছবিটি এখন প্রদর্শিত হচ্ছে কলকাতা, আমেরিকায়। সেখানেও দারুণ সাড়া ফেলেছে।
তবে পাইরেসির শিকার হয়েছে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি।
অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবারের ঈদের সিনেমা মুক্তির পর সিনেমার ছোট ছোট কিছু ভিডিও ফাঁস হয়েছিল। সেগুলো নিয়েও আপত্তি জানিয়েছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। তবে এবার পুরো সিনেমাই ফাঁস হলো অনলাইনে। অনলাইনে দেখা যাচ্ছে সিনেমাটি। একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে।
এ প্রসঙ্গে সুড়ঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান চরকির এক কর্মকতা বলেন, ‘‘এখন পর্যন্ত ‘সুড়ঙ্গ’ সিনেমা আমাদের এখানে আসেনি। পাইরেসির খবর শোনার পর আমরা ইউটিউব ও ফেসবুকের ৪০০ থেক ৫০০ ভিডিও নামিয়ে ফেলেছি। আরও কিছু বাকি আছে। অন্য মাধ্যমগুলো থেকে সিনেমার ভিডিও নামানোর ব্যবস্থা করা হচ্ছে।’’
রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় অভিষেক ঘটেছে নিশোর।