মানবিক অবদান রাখায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খানকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে।
নিউইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনিসহ ৪০ জনের হাতে এই সনদ ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয় সম্প্রতি।
ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়েছে ঢাকার নায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদককে।
প্রতিষ্ঠানেরে ওয়েবসাইটে জায়েদসহ অন্যদের ছবি প্রকাশ করা হয়েছে। জায়েদ খানের ছবি দিয়ে তার প্রকৃত নাম মো. জহিরুল হক উল্লেখ করে সেখানে লেখা হয়েছে, তিনি একজন অভিনেতা ও পরিচালক। চলচ্চিত্র জগতে তিনি জায়েদ খান হিসেবে স্বীকৃত, তিনি বাংলাদেশের একজন বহুমুখী ব্যক্তিত্ব।
জাতিসংঘের পক্ষ থেকে পুরস্কার প্রদান ও সম্মাননা অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজনও ছিল। এতে পুরস্কারপ্রাপ্তরা ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।
আগেরদিন ফেসবুকে এ নিয়ে ইঙ্গিত দিলেও শুক্রবার নিউইয়র্ক থেকে পোস্ট দিয়ে পুরস্কার ও সম্মাননা পাওয়ার বিষয়টি জায়েদ নিজেই নিশ্চিত করেছেন। তার পোস্টের নিচে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছন অনেকে।
একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে যান জায়েদ খান।