বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রেও জায়েদ খানকে ‘ঘিরে ধরছেন’ ভক্তরা

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৮ জুলাই, ২০২৩ ০৯:৩৭

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান চলচ্চিত্রের বাইরেও নানা কারণে আলোচিত। ফেসবুক বা অন্য মাধ্যমে কথা বলে তিনি ভাইরাল হন মাঝেমধ্যেই। তবে সব কিছু ছাপিয়ে তার বিয়ে কখনও কখনও হয়ে ওঠে আলোচনার বিষয়।

দেশের গণ্ডি পেরিয়ে সুদূর যুক্তরাষ্ট্রেও চিত্রনায়ক জায়েদ খানের ভক্তরা সরব। প্রিয় অভিনেতাকে কাছে পায়ে যেন উচ্ছ্বাস তাই বাঁধ মানছে না তাদের। অসংখ্য ভক্ত সেখানেও ঘিরে ধরছেন তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যারা আছেন, এমন ছবি বেশ কদিন ধরেই হয়তো তাদের সামনে আসছে। কেউ এসব শেয়ার করছেন, কেউ বা কমেন্ট করেও মুহূর্তগুলোর সাক্ষী হচ্ছেন। প্রায় সব ছবিতেই ঢাকাই সিনোমায় নায়ককে কাছে পেয়ে আপ্লুত হতে দেখা যাচ্ছে ভক্তদের।

আলোচিত নায়ক ও চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান চলচ্চিত্রের বাইরেও নানা কারণে আলোচিত। ফেসবুক বা অন্য মাধ্যমে কথা বলে তিনি ভাইরাল হন মাঝেমধ্যেই। তবে সব কিছু ছাপিয়ে তার বিয়ে কখনও কখনও হয়ে ওঠে আলোচনার বিষয়।

টেলিভিশনে সাক্ষাৎকারে এই নায়ককে বলতে শোনা গেছে, তার নারী ভক্ত সংখ্যা অসংখ্য। ফেসবুকের ইনবক্সও নারী ভক্তদের মেসেজে ভারি হয়ে ওঠে বলে দাবি তার।

তবে দেশে আলোচনা সামলে বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান জায়েদ খান। অবশ্য সে অনুষ্ঠানের মঞ্চে ‘ভুয়া’ বলে আখ্যা দেয়া হয়।

সব পাশ কাটিয়ে নায়কের ফেসবুকে এখন ঢুঁ মারলেই দেখা যাচ্ছে, রীতিমতো যুক্তরাষ্ট্র চষে বেড়াচ্ছেন তিনি। ভক্তদের সঙ্গে ছবি দিচ্ছেন কিছুক্ষণ পরপরই। ভক্তরা ঘিরে ধরছেন তাকে। সেসব ছবি দেয়ার পর ভক্তরা কমেন্ট করলে তারও উত্তর দিচ্ছেন নায়ক।

এক ভক্ত লিখেছেন, জায়েদ খানের যে নারী ভক্ত আছে তা বিশ্বাস হলো এবার। উত্তরে জায়েদ দিয়েছেন ‘হাসির’ ইমোজি। এক ছবিতে একজন ভক্ত তার দেশে ফেরার কথা বললে, জানালেন শিগগিরই ফিরছেন।

এ বিভাগের আরো খবর