বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওমর সানী বললেন, ‘আসেন খেলি’

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৩ জুলাই, ২০২৩ ১১:৩৩

তাদের সময়ের চলচ্চিত্রগুলোর কেমন পরিস্থিতি ছিল, ব্যবসা কেমন ছিল- সেসব উল্লেখ করে ‘খেলার’ ডাক দিলেন এই অভিনেতা। বললেন, ‘আসেন খেলি।’

একটা সময় বাংলা চলচ্চিত্রের ছিল রমরমা অবস্থা। হল ভর্তি ছিল দর্শক। অপেক্ষায় থাকতেন চলচ্চিত্রপ্রেমীরা। তবে সে সময় পেরিয়েছে, বদলে গেছে অনেক কিছুই।

হঠাৎ যেন সেসব মনে করে বেশ স্মৃতিকাতর হয়ে পড়লেন চিত্রনায়ক ওমর সানী। ফেসবুকে লিখে কিছুটা হয়তো মনটাকে হালকাও করতে চাইলেন তিনি।

তাদের সময়ের চলচ্চিত্রগুলোর কেমন পরিস্থিতি ছিল, ব্যবসা কেমন ছিল- সেসব উল্লেখ করে ‘খেলার’ ডাক দিলেন এই অভিনেতা। বললেন, ‘আসেন খেলি।’

গত কয়েক বছর ধরেই ঈদ উপলক্ষে হলমুখী হচ্ছে মানুষ। অনেক সময় দেখা যায়, টিকিট পাওয়াও যায় না। বিষয়টি নিয়ে কেউ কেউ বলেন, বাংলা সিনেমার সুদিন ফিরেছে।

ওমর সানি এসবের প্রতি ইঙ্গিত করে লিখেছেন, ‘ঈদ গেছে। এবার আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। তারপর রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, ওমর সানি, বাপ্পারাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনুর, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান,রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল, ও হুমায়ুন ফরিদী।’

তিনি লিখেছেন, ‘এইভাবে সারা বছর আমাদের ছবি চলত। এক ঈদে স্টার, মেগাস্টার, সুপারস্টার, এগুলো ভাব নিয়েন না। সারা বছর দেখান। চলচ্চিত্র সারা বছরের, ২ ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।’

এ বিভাগের আরো খবর