ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর দর্শক চাহিদা বেড়েছে এবং সেই সঙ্গে বেড়েছে সিনেমার শো সংখ্যাও। গত শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে ‘সুড়ঙ্গ’ সিনেমা দেখতে অনেক দর্শক আসেন স্টার সিনেপ্লেক্সে। দর্শক চাহিদায় সিনেমাটির শো সংখ্যা বাড়ানো হয়।
শনিবার স্টার সিনেপ্লেক্সের ৭ শাখায় ৩৩ শো চলবে ‘সুড়ঙ্গ’ সিনেমার। সিনেমার সব শো এর টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
বিষয়টি নিয়ে ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিচালক রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেন, ‘রেকর্ড স্টার সিনেপ্লেক্সের ৭ শাখায় ৩৩ শো চলবে আজ ‘সুড়ঙ্গ’ সিনেমার এবং সব শো-ই হাউজফুল টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে।’
পরিচালক রায়হান রাফী বলেন, ‘‘গত বছর কোরবানি ঈদে ‘পরাণ’ মুক্তি পেয়েছিল। প্রথম দিকে সিনেমাটি নিয়ে দর্শকের খুব বেশি উন্মাদনা ছিল না। হল বেড়েছে পরে। কিন্তু ‘সুড়ঙ্গ’ সিনেমার দর্শক চাহিদা প্রথম দিন থেকেই। তাই দ্বিতীয় দিন থেকেই হলিউডের সিনেমার সব শিডিউল বাতিল করে ‘সুড়ঙ্গ’র শো বাড়ানো হয়েছে। বাংলা সিনেমার জন্য শো এর দিক থেকে সিনেপ্লেক্সে এটি রেকর্ড।’’
‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। এ ছাড়া সিনেমার আইটেম গান ‘কলিজা আর জান’-এ বড় চমক হিসেবে হাজির হন অভিনেত্রী নুসরাত ফারিয়া।