বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জমজমাট প্রিয়তমা, শো বাড়ল সুড়ঙ্গের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ জুন, ২০২৩ ১৬:৩৯

সব মিলিয়ে ঈদের ছবিগুলো মোট ১৬৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরমধ্যে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ একাই দখল করেছে ১০৫টি হল। বাকি সব সিনেমা মিলে পেয়েছে ৬৩টি হল।

ঈদ উৎসবে অন্যতম অনুষঙ্গ নতুন সিনেমা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি নতুন সিনেমা। তবে দেশে হল সংখ্যা কম হওয়াতে অনেক সিনেমারই পাতে কম পড়েছে প্রেক্ষাগৃহ।

দেশে সারা বছর সচল থাকে ৬০ থেকে ৭০টি সিনেমা হল। তবে ঈদ আসলে শ খানেক হল ঝাড়ামোছা করে আবার চালু হয়। এবারও তাই হয়েছে। সব মিলিয়ে ঈদের ছবিগুলো মোট ১৬৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরমধ্যে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ একাই দখল করেছে ১০৫টি হল। বাকি সব সিনেমা মিলে পেয়েছে ৬৩টি হল।

বলা যায়, শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ দিয়ে জমজমাট হয়েছে ঈদ। ঈদের দিন থেকে হলে হলে ভিড় করেছেন দর্শকেরা। শাকিব অভিনয়ের যেমন প্রশংসা করছেন সবাই তেমনি গল্পের প্রশংসাও মুখে মুখে। এ ছাড়া আলোচনায় আছে সিনেমাটিতে ব্যবহার হওয়া সোমেশ্বর অলির লেখা, প্রিন্স মাহমুদের সুর ও সংগীতায়োজনে ‘ঈশ্বর’ গানটি। প্রয়াত ফারুক হোসেনের গল্পে এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঈধিকা পাল।

এদিকে বড়পর্দায় আফরান নিশোর আগমনকে স্বাগত জানিয়েছেন তার ভক্তরা। ২৮টি হলে মুক্তি পেয়েছে তার ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকে বেশিরভাগ শো হাউসফুল গেছে বলে জানিয়েছেন নির্মাতা। শুধু তাই নয়, দর্শকের চাপে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ১০টি শো বাড়িয়েছে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি। দর্শকদের এমন সাড়ায় আফরান নিশো তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ছবিতে আফরান নিশোর বিপরীতে আছেন তমা মির্জা।

এদিকে চয়নিকা চৌধুরী নির্মিত দ্বিতীয় সিনেমায় প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। এ ছাড়া হালের দাপুটে অভিনেতা নাসির উদ্দিন খান থাকছেন গল্পের অন্যতম চরিত্রে। রঙ্গন মিউজিক প্রযোজিত এই ছবি মুক্তি পেয়েছে ৮টি প্রেক্ষাগৃহে। প্রতিটি শো হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

অভিনেত্রী শবনম বুবলি অভিনীত আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে ঈদে। ‘ক্যাসিনো’ নামের এই ছবিতে তার বিপরীতে আছে নিরব। সৈকত নাসির পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে ১৫টি হলে।

সরকারি অনুদানে নির্মিত ও অপু বিশ্বাস প্রযোজিত এবং অভিনীত ‘লালশাড়ি’ মুক্তি পেয়েছে ১২টি প্রেক্ষাগৃহে। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে আছেন সাইমন সাদিক।

এ বিভাগের আরো খবর