বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তামান্নাকে নিয়ে বিজয়ের মন্তব্যের প্রশংসায় ভক্তরা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ জুন, ২০২৩ ০৯:০৬

বিজয় তাতে রীতিমতো সম্মতি জানান। সেই ব্যক্তির টুইট শেয়ার করে বিজয় লেখেন ‘আমি আপনার সঙ্গে একদমই সহমত।’

অফস্ক্রিন জুটি প্রথমবার আসছেন পর্দায়। ‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউড অভিনেতা বিজয় ভার্মা। এটাই তাদের একত্রে করা প্রথম কাজ হতে চলেছে। পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও। সম্প্রতি তাদের নিয়ে একটি বিশেষ ফটোশুট করে লাস্ট স্টোরিজের নির্মাতারা। সেখানকার একটি ছবি টুইটারে শেয়ার করে এক ব্যক্তি বিজয়কে খাটো করে তামান্নার গুণগান করেন। যদিও তাতে তিনি যোগ্য জবাবও পান বিজয়ের কাছ থেকে।

ওইদিন সেই ব্যক্তি তাদের সাম্প্রতিক একটি ফটোশুটের ছবি শেয়ার করেন এবং তাদের সম্পর্ক ও এ ফটোশুটের ছবিগুলোকে কটাক্ষ করে লেখেন, ‘তামান্না সব কিছু। আর উনি কেবল বিজয়।’

বিজয় তাতে রীতিমতো সম্মতি জানান। সেই ব্যক্তির টুইট শেয়ার করে বিজয় লেখেন ‘আমি আপনার সঙ্গে একদমই সহমত।’

যদিও বিজয়ের ভক্তরা তাকে সমর্থন করেছেন এবং পুরো বিষয়কে অন্যভাবে তুলে ধরেছেন।

এক ব্যক্তি লেখেন, ‘বিজয় যথেষ্ট।’

আরেকজন লেখেন, ‘এর অর্থ স্যার আপনিই সব কিছুর বিজয়ী।’

অভিনেতার এই জবাবে মুগ্ধ হয়ে আরেকজন লেখেন, ‘এই জন্যই আপনাকে এত ভালো লাগে।’

কেবল বিজয় না তামান্নাও এই পোস্ট রিটুইট করেন। তিনি সেখানে জোকারের ইমোজি দিয়ে এটা শেয়ার করেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিরিজের নির্মাতারা সদ্যই ‘লাস্ট স্টোরিজ ২’ -র একটি ফটোশুটের আয়োজন করেছিলেন। সেখানে একদম নজরকাড়া লুকে ধরা দিলেন এই জুটি।

এ বিভাগের আরো খবর