ব্যক্তি অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হলেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপর একই পথ অনুসরণ করেছেন তার স্বামী ও বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। দিল্লি হাইকোর্টে এক আবেদনে ঐশ্বরিয়া তার ছবি, স্বাক্ষর ও নাম যেন বিনা অনুমতিতে কোথাও ব্যবহার করা না হয়, ব্যক্তিগত অধিকার রক্ষার্থে সেই আর্জি জানিয়েছেন। অভিষেকও আলাদা আবেদনে কোনো ওয়েবসাইট বা যেকোনো মঞ্চ যেন তার ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে সেই আর্জি জানিয়েছেন। তার ছবি ও ভাবমূর্তি যেখানে-সেখানে ব্যবহৃত হয়েছে। অনেক সময় ছবি ও ভিডিও যৌনতা সংক্রান্ত বিষয়েও ব্যবহার করা হয়, সে কারণে অনেকদিন ধরেই বিরক্ত অভিষেক। তাই নিজেদের ভাবমূর্তি রক্ষায় পদক্ষেপ নিলেন এ তারকা দম্পতি। দিল্লি হাইকোর্টের বিচারপতি তেজস করিয়ার কাছে এই আবেদনটি করেছেন অভিষেক। অভিনেতার আইনজীবী প্রবীণ আনন্দ অভিযোগ করেছেন যে, অভিষেকের ছবি, ভিডিও, এমনকি স্বাক্ষর পর্যন্ত অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। যার ফলে অভিষেকের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এমনকি মৌলিক অধিকারও লঙ্ঘিত হচ্ছে।
আদালতের দ্বারস্থ ঐশ্বরিয়া-অভিষেক
এ বিভাগের আরো খবর/p>